
কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র উত্তর ভারত। ঘন কুয়াশার দাপটে গড়াতে পারছে না রেলের চাকাও। এরইমধ্যে কলকাতা-তথা রাজ্য জুড়ে মঙ্গলবার তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রির আশেপাশে। বেলা ১০টাতেও রোদের দেখা মেলেনি। ফলে হাড়-কাঁপুনি টের পাচ্ছে আমজনতা। এরইমধ্যে নয়া আপডেট। কুয়াশার জেরে লেটে চলছে একাধিক ট্রেন।
দৃশ্যমানতা কম এবং ঘন কুয়াশার কারণে ট্রেনগুলি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। যাত্রীরা সময়মতো তাঁদের গন্তব্যেও পৌঁছাতে পারছেন না। কুয়াশার কারণে, দিল্লি-হাওড়া রেল রুটের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন দিয়ে যাওয়া কোন কোন ট্রেন আজ দেরিতে চলছে, জেনে নেওয়া যাক।