Advertisement

Crorepati Skills: কোটিপতি হতে চান? এই ৫ স্কিল জানলেই কেল্লাফতে

অনেকেই চান কোটিপতি হতে। কিন্তু চাইলেই তো আর কোটিপতি হওয়া যাবে না। বরং এই কাজে সাফল্য পেতে চাইলে কিছু স্কিল তৈরি করা জরুরি। সেই স্কিলের জোরেই আপনি অনায়াসে কোটিপতি হতে পারবেন। জীবনে কোনও অভাব থাকবে না।

কোটিপতি হতে চান?কোটিপতি হতে চান?
Aajtak Bangla
  • 08 Nov 2025,
  • अपडेटेड 5:10 PM IST
  • অনেকেই চান কোটিপতি হতে
  • চাইলেই তো আর কোটিপতি হওয়া যাবে না
  • এই কাজে সাফল্য পেতে চাইলে কিছু স্কিল তৈরি করা জরুরি

অনেকেই চান কোটিপতি হতে। কিন্তু চাইলেই তো আর কোটিপতি হওয়া যাবে না। বরং এই কাজে সাফল্য পেতে চাইলে কিছু স্কিল তৈরি করা জরুরি। সেই স্কিলের জোরেই আপনি অনায়াসে কোটিপতি হতে পারবেন। জীবনে কোনও অভাব থাকবে না।

আর ২০২৫ সালে দাঁড়িয়ে এমন ৫টি স্কিলের খবর আপনাকে দেব, যেগুলি কোটি টাকা কামাতে করবে সাহায্য। তাই চেষ্টা করুন, এই সব স্কিলগুলি শিখে নেওয়ার।

টেকনিক্যাল স্কিল জানা মাস্ট

এই সময় যেই সব সাবজেক্টগুলি ট্রেন্ডে ইন, সেগুলি শিখতে হবে। এর মধ্যে প্রথমেই অবশ্য আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই আর দেরি না করে এআই এবং মেশিন লার্নিং শিখে নিন। তাতেই খেলা ঘুরে যাবে। খুব তাড়াতাড়ি বড় জায়গায় চলে যেতে পারবেন।

এছাড়া এখন ডেটা সায়েন্স এবং অ্যানালিটিক্স শিখে রাখতেও পারেন। এই সব স্কিলের কিন্তু দারুণ ডিমান্ড রয়েছে। তাই এই স্কিলটা শিখে রাখা জরুরি।

সেই সঙ্গে শিখে নিতে পারেন সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্ট স্কিল। সেটাও আপনাকে কেরিয়ারে এগিয়ে দেবে। আপনি হয়ে উঠবেন সেরার সেরা।

বিজনেস স্কিল মাস্ট

শুধু টেকনিক্যাল স্কিল জানলেই হবে না। বরং ব্যবসা বুঝতে হবে। ব্যবসা না বুঝলে আপনি কোনও সংস্থারই শীর্ষে পৌঁছাতে পারবেন না। এমনকী নিজেরও বিজনেস খুলতে পারবেন না। তাই এখন থেকেই লাভ-ক্ষতির অঙ্কটা শিখে নিন। পাশাপাশি মার্কেটিংটাও ভাল করে বুঝে নিতে হবে। তাহলেই কোটিপতি হওয়া আর শুধু সময়ের অপেক্ষা।

কথা বলতে হবে

অনেক কিছু জানলেন, কিন্তু সেটা যদি প্রকাশ করতে পারেন, তাহলে আর কী করা যাবে! তখন তো কেরিয়ারে আর বড় জায়গায় যাওয়া যাবে না। এমনকী কোনও ডিলও করে উঠতে পারবেন না। তাই চেষ্টা করুন এখন থেকে কথা বলার। বিশেষত, মিটিংয়ে এগিয়ে এসে কথা বলা মাস্ট। এই কাজটা করলেই দেখবেন আপনি তরতরিয়ে এগিয়ে যাবেন। কামাতে পারবেন অনেক টাকা।

Advertisement

লিডারশিপ স্কিল জানা জরুরি

বড় কিছু করতে হলে লিডারশিপ স্কিল থাকা জরুরি। পৃথিবীর সব বিরাট মানুষের এই স্কিলটা রয়েছে। তাই এখন থেকেই নিজেকে লিডারশিপের জন্য তৈরি করুন। তার জন্য যা যা শেখার দরকার, সেটা শিখে নিন। আশা করছি, তাতেই আপনার কেরিয়ারে হবে উন্নতি। আপনার ব্যাঙ্কে জমবে কোটি টাকা।

Read more!
Advertisement
Advertisement