Advertisement

Earn 1 Lakh Per Month: মাসে ১ লাখ কামানোর টার্গেট? তৈরি করুন এই ৫ স্কিল

এগিয়ে চলেছে ভারত। দেশের অর্থনীতি প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের চাহিদা। একটু ভাল করে থাকার স্বপ্ন দেখছেন অনেকেই। আর মাথায় রাখবেন, বর্তমানে ভারতের যা অর্থনৈতিক পরিস্থিতি, তাতে মোটামুটি মাসে ১ লাখ টাকা ইনকাম করা জরুরি। তাহলেই আপনি অনেক সমস্যারই করে ফেলতে পারবেন সমাধান।

মাসে ১ লাখ টাকা কমাতে চান? মাসে ১ লাখ টাকা কমাতে চান?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2025,
  • अपडेटेड 12:29 PM IST
  • দেশের অর্থনীতি প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে
  • একটু ভাল করে থাকার স্বপ্ন দেখছেন অনেকেই
  • বর্তমানে ভারতের যা অর্থনৈতিক পরিস্থিতি, তাতে মোটামুটি মাসে ১ লাখ টাকা ইনকাম করা জরুরি

এগিয়ে চলেছে ভারত। দেশের অর্থনীতি প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের চাহিদা। একটু ভাল করে থাকার স্বপ্ন দেখছেন অনেকেই। আর মাথায় রাখবেন, বর্তমানে ভারতের যা অর্থনৈতিক পরিস্থিতি, তাতে মোটামুটি মাসে ১ লাখ টাকা ইনকাম করা জরুরি। তাহলেই আপনি অনেক সমস্যারই করে ফেলতে পারবেন সমাধান।

এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে মাসে ১ লাখ টাকা কামাবেন? সেক্ষেত্রে আপনাকে কিছু স্কিল তৈরি করতে হবে। আর সেই স্কিলগুলি হল-

টেকনিক্যাল স্কিল তৈরি করুন

এই সময়টা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। তাই যাঁরা এই সময় ভালমতো এআই স্কিল শিখে রাখবেন, তাঁদের উন্নতি নিশ্চিত। অন্যদিকে যাঁরা এই জায়গাতে পিছিয়ে যাবেন, তাঁদের আগামিদিনে অনেক সমস্যা হতে পারে।

এছাড়া ডেটা অ্যানালিটিক্সও শিখতে পারেন। এই স্কিলটিও বর্তমানে খুব ট্রেন্ডে রয়েছে। এছাড়া চাইলে শিখে নিন সাইবার সিকিউরিটি থেকে ওয়েব-অ্যাপ ডেভেলপমেন্ট। এ সব স্কিলও ভালই আয় এনে দিতে পারে।

তবে এই সব দিকে মন না লাগলে শিখে নিতে পারেন কনটেন্ট রাইটিং, কপি রাইটিং, গ্রাফিক ডিজাইনিং, প্রোজেক্ট ম্যানেজমেন্টের মতো স্কিল। এগুলিও আপনাকে জীবনে এগিয়ে দেবে।

মার্কেটিং শিখুন

শুধু স্কিল শিখলেই হবে না। পাশাপাশি নিজের স্কিলকে বেচতেও হবে। তাতেই খেলা ঘুরে যাবে। দেখবেন মাসে ১ লাখ টাকা আয় করা কোনও ব্যাপারই নয়।

লিডার হয়ে উঠুন

১ লক্ষ টাকা তো আপনি এমনি এমনি কমাতে পারবেন না। তার জন্য আপনাকে অবশ্যই লিডার বা অধিনায়ক হয়ে উঠতে হবে। নিজের হাতে সেরে নিতে হবে কিছু কাজ। অন্যকে মোটিভেট করতে হবে। আর এটাও কিন্তু শেখার বিষয়। তাই এখন থেকেই এই স্কিলটা শেখার চেষ্টায় লেগে পড়ুন।

আপডেটেড থাকুন

সবসময় আপডেটেড থাকতে হবে। এখন যা ট্রেন্ডে রয়েছে, সেটি শিখে নেওয়া খুবই জরুরি। তাহলেই আপনি আপডেটেড থাকতে পারবেন। দেখবেন অন্য অনেকের থেকে অনায়াসে এগিয়ে যাবেন। তাই আপডেটেড কোনও স্কিল এলেই সেটা শিখে নিন।

Advertisement

পড়তে হবে রোজ

অনেকেই একটা চাকরি বা ব্যবসায় ঢোকার পড়ই পড়াশোনা ছেড়ে দেন। তাতেই তারা পিছিয়ে যান। তাই চেষ্টা করতে হবে নিয়মিত পড়ার। দিনে অন্তত ৩০ মিনিট পড়া জরুরি। তাহলেই একটা অভ্যাস তৈরি হবে। আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন।

 

Read more!
Advertisement
Advertisement