ফিক্সড ডিপোজিটে(Fixed Deposit) ভারতে সবচেয়ে বেশি সুদ কোথায়? এই প্রতিবেদনে তারই উত্তর পাবেন। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। শেষে সম্পূর্ণ তালিকাও পেয়ে যাবেন। তার থেকে নিজেই স্থির করে নিতে পারবেন আপনার জন্য় কোন ফিক্সড ডিপোজিটটি সেরা। আপনার মেয়াদকাল ও বিনিয়োগের অঙ্কের উপরেই পুরোটা নির্ভর করছে।
ফিক্সড ডিপোজিট বিনিয়োগের জন্য যথেষ্ট ভাল। এর সবচেয়ে বড় গুণ হল, এতে ঝুঁকি কম। ফলে বিনিয়োগ করে পরে পস্তানোর কোনও সুযোগ নেই। অনেকে হয় তো বলবেন, যে এসআইপি(SIP) বা শেয়ার বাজারের তুলনায় রেট কম। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন, দু'টির বিনিয়োগের ধরণ একেবারে আলাদা।
আপনার অবসর বা আপৎকালীন সময়ের জন্য যে টাকা, তার জন্য ফিক্সড ডিপোজিটই ভাল। বাকি টাকা নিয়ে আপনি অন্য় স্থানে বিনিয়োগ করতেই পারেন। আবার অনেকে অবসর গ্রহণের পরেও ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন। সেই সুদ থেকে সংসারের খরচ চালান। ফলে তাঁদের জন্যও ফিক্সড ডিপোজিট একটি ভাল অপশন।
এক্ষেত্রে উল্লেখ্য, অনেকেই যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট(Bank Account) থাকে, সেখানেই ফিক্সড ডিপোজিট করে দেন। ছোট অঙ্কের টাকা হলে হয় তো খুব একটা পার্থক্য হয় না। কিন্তু বড় অঙ্কের টাকা হলে সামান্য কয়েক পার্সেন্টের হেরফেরেই কিন্তু আপনার কয়েক হাজার টাকার লাভক্ষতি হতে পারে। তাই সেই বুঝে আপনাকে বিনিয়োগ করতে হবে। একটু বেশি রিটার্নের জন্য নতুন করে কোনও ব্যাঙ্কে এফডি অ্যাকাউন্ট খুলতে কোনও সমস্যা নেই।
অনেক হল... এবার আসুন এক নজরে জেনে নিই আপাতত কোন ৭ ব্যাঙ্কে সেরা ফিক্সড ডিপোজিটের সুদ পাবেন(Top 7 Interest Rates India):
HDFC ব্যাঙ্ক: বেসরকারি ব্যাঙ্ক। ৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাসের ফিক্সড ডিপোজিটে সাধারণ আমানতকারীরার ৭.৪০ শতাংশ সুদ পাবেন। তবে প্রবীণ নাগরিকেরা এই মেয়াদে ৭.৯০ শতাংশ সুদ পাবেন। ২০২৪ সালের ২৪ জুলাই থেকে কার্যকর হয়েছে।
ICICI ব্যাঙ্ক: ১৫-১৮ মাসের মেয়াদে ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৮ শতাংশ সুদ পাবেন।
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক: আরও একটি বেসরকারি ব্য়াঙ্ক। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে ৩৯০ থেকে ৩৯১ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা সর্বাধিক ৭.৪ শতাংশ সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট অর্থাৎ ৭.৯ শতাংশ সুদ পাবেন। সুদের হার ২০২৪ সালের ১৪ জুন থেকে কার্যকর হয়েছে।
ফেডারেল ব্যাঙ্ক: ৭৭৭ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা জন্য ৭.৪ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা জন্য ৭.৯ শতাংশ সুদ পাবেন। ২০২৪ সালের ১৬ অক্টোবর থেকে লাগু হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI FD Rate): দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক। ২-৩ বছরের মেয়াদের এফডি-তে সাধারণ নাগরিকরা ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৫ শতাংশ সুদ পাবেন। এই রেট ২০২৪ সালের ১৫ জুন থেকে প্রযোজ্য।
ব্যাঙ্ক অফ বরোদা: এই ব্যাঙ্কে ৪০০ দিনের মেয়াদের এফডি-তে সাধারণ নাগরিকরা ৭.৩ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৮ শতাংশ সুদ পাবেন। চলতি বছর ১৪ অক্টোবর থেকে এই নয়া সুদের হার লাগু হয়েছে।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৪৫৬ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের জন্য ৭.৩ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট দেওয়া হচ্ছে।
এবার এক নজরে দেখে নিন সম্পূর্ণ তালিকা:
ব্যাঙ্ক | মেয়াদ | সাধারণ নাগরিক(%) | সিনিয়র সিটিজেন(%) |
HDFC ব্যাঙ্ক |
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।