Advertisement

Best Fixed Deposit 2025: সিনিয়র সিটিজেনদের জন্য এই মুহূর্তে সেরা FD কোন Bank এ? জানুন

বেশিরভাগ সিনিয়র সিটিজেনেরই নিরাপদ বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিটই (FD)  ভরসার জায়গা। গ্যারান্টিড রিটার্ন, ঝুঁকি নেই বললেই চলে। এই কারণেই অবসরপ্রাপ্তদের কাছে এফডি বেশি জনপ্রিয়।

কোথায় কত সুদ মিলবে এখন? দেখে নিন SBI, PNB, ICICI, HDFC, Axis ও BOB-এর রেট।কোথায় কত সুদ মিলবে এখন? দেখে নিন SBI, PNB, ICICI, HDFC, Axis ও BOB-এর রেট।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2025,
  • अपडेटेड 8:26 PM IST
  • বেশিরভাগ সিনিয়র সিটিজেনেরই নিরাপদ বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিটই (FD)  ভরসার জায়গা।
  • গ্যারান্টিড রিটার্ন, ঝুঁকি নেই বললেই চলে,
  • ব্যাঙ্কগুলিও সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হারে আলাদা সুবিধা দিয়ে থাকে।

বেশিরভাগ সিনিয়র সিটিজেনেরই নিরাপদ বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিটই (FD)  ভরসার জায়গা। গ্যারান্টিড রিটার্ন, ঝুঁকি নেই বললেই চলে। এই কারণেই অবসরপ্রাপ্তদের কাছে এফডি বেশি জনপ্রিয়। তার উপর ব্যাঙ্কগুলিও সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হারে আলাদা সুবিধা দিয়ে থাকে।

এফডি থেকে সর্বোচ্চ মুনাফা করতে হলে প্রথমেই খেয়াল রাখতে হবে কোন ব্যাঙ্ক বেশি সুদ দিচ্ছে। ১৫ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, ১ কোটি টাকার মধ্যে এফডিতে প্রবীণদের জন্য দেশের বিভিন্ন ব্যাঙ্কে কত সুদ মিলছে, দেখে নেওয়া যাক,

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সর্বোচ্চ সুদ দিচ্ছে। দু’বছরের এফডিতে মিলবে ৭.৫% সুদ।

অ্যাক্সিস ব্যাঙ্ক: পাঁচ থেকে দশ বছরের এফডিতে সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৩৫% সুদ।

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক: ৩৯১ দিন থেকে ২৩ মাসের কম মেয়াদের এফডিতে সুদ ৭.১%।

আইসিআইসিআই ব্যাঙ্ক: দুই বছর এক দিন থেকে দশ বছর পর্যন্ত এফডিতে মিলবে ৭.১০% সুদ।

এইচডিএফসি ব্যাঙ্ক: ১৮-২১ মাসের এফডিতে সুদ ৭.১০%।

ব্যাঙ্ক অফ বরোদা: ৪৪৪ দিনের এফডিতে মিলবে ৭.১০% সুদ।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৪৫৬ দিনের এফডিতে সিনিয়র সিটিজেনদের জন্য সুদ ৭.১০%।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB): ৩৯০ দিনের এফডিতে সুদ ৭.১০%।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI): দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কটি পাঁচ থেকে দশ বছরের এফডিতে প্রবীণদের জন্য দিচ্ছে ৭.০৫% সুদ।

কানারা ব্যাঙ্ক: ৪৪৪ দিনের এফডিতে মিলবে ৭% সুদ।

সিনিয়র সিটিজেনদের জন্য এফডি শুধু নিরাপদ বিনিয়োগ নয়, বরং নিয়মিত আয়েরও বড় উৎস। তাই ব্যাঙ্ক বেছে নেওয়ার আগে সুদের হার একবার ভালোভাবে মিলিয়ে নেওয়া জরুরি।

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Read more!
Advertisement
Advertisement