Toy Train Resume Siliguri-Darjeeling: কাল থেকেই চালু হতে পারে শিলিগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা। রেলের তরফে এমনই ইঙ্গিত মিলেছে। ইতিমধ্য়েই রেললাইন মেরামতির কাজ শেষ হয়েছে। পর্যবেক্ষণও করেছেন রেল আধিকারিকরা। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫ নভেম্বর পর্যন্ত টয়ট্রেন পরিষেবা বাতিল রয়েছে। ফলে ১৬ তারিখ থেকেই হয়তো নতুন করে চলাচল শুরু করবে ট্রেন। তা হলে প্রায় ২ মাস পর ফের পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে ছুটবে টয়ট্রেন।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, হেরিটেজ রক্ষা করতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ পাশাপাশি এনজেপি থেকে দার্জিলিং, পুরো পথেই টয় ট্রেন পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ আশা করা যায় শীঘ্রই এটি চালু হয়ে যাবে। নতুন করে সমস্যা দেখা না দিলে ১৬ নভেম্বর থেকে ট্রেনের চাকা গড়াতে পারে বলেও তিনি জানিয়েছেন।
গত মাসের মাঝামাঝি সময় থেকেই দার্জিলিংগামী টয়ট্রেন পরিষেবা নিয়ে দোলাচল চলছে। মাঝে একবার বিভিন্ন জায়গায় লাইনে ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ধস সরিয়ে ট্রেন চালু করতেই টানা বৃষ্টির জেরে পাগলাঝোরার কাছে বড় ধরনের ধস নামে। রাস্তার একাংশ ধসে যায়। ক্রমাগত ধস ও পাহাড়ে পৃথক রাজ্যের আন্দোলনের ফলে মাঝেমধ্যেই ট্রয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায় এবং সেই লাইনকে সারিয়ে, টয় ট্রেনকে পুনরায় চালাতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে ভারতীয় রেলকে।
ইতিমধ্যেই ইউনেস্কো এক প্রতিনিধিদলকে পাঠিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখেছে বলে খবর। এরপর ভারতীয় রেলের কাছে এইডিএইচআর বা দার্জিলিং হিমালয়ান রেলের মুকুটে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা ধরে রাখা এখন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
পুজোয় ব্যাপক লাভ
পুজোর মরশুমে ২৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জয় রাইডে যাত্রী হয়েছে ৫৭৪৪। এই যাত্রীদের থেকে টিকিট বিক্রি বাবদ আয় ৬৯ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা। এই টাকা এসেছে দার্জিলিং থেকে ঘুম অবধি জয় রাইড চালিয়ে। ফলে চাহিদা রয়েছে তুঙ্গে। পুরো রুটে ট্রেন চলাচল শুরু হলে তা ফের লাভের মুখ দেখবে বলে মনে করছেন পর্যটন বিশেষজ্ঞরা।