Advertisement

CNG গাড়ির বাজারে নতুন সদস্য, Toyota আনছে Glanza-র নয়া ভ্যারিয়েন্ট

Toyota Glanza e-CNG: ভারতে গাড়ি নির্মাতারা এখন একের পর এক সিএনজি গাড়ি লঞ্চ করছেন। এখন Toyota-ও এতে যোগ দিতে যাচ্ছে। কোম্পানি তার প্রিমিয়াম হ্যাচব্যাক Glanza-এর একটি CNG ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে৷

Toyota Glanza e-CNG: ভারতে গাড়ি নির্মাতারা  এখন একের পর এক  সিএনজি গাড়ি লঞ্চ করছেন। এখন Toyota-ও এতে যোগ দিতে যাচ্ছে। কোম্পানি তার প্রিমিয়াম হ্যাচব্যাক Glanza-এর একটি CNG ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে৷Toyota Glanza e-CNG: ভারতে গাড়ি নির্মাতারা এখন একের পর এক সিএনজি গাড়ি লঞ্চ করছেন। এখন Toyota-ও এতে যোগ দিতে যাচ্ছে। কোম্পানি তার প্রিমিয়াম হ্যাচব্যাক Glanza-এর একটি CNG ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে৷
Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Mar 2022,
  • अपडेटेड 11:52 PM IST
  • Glanza Toyota এর প্রিমিয়াম হ্যাচব্যাক
  • নতুন ভ্যারিয়েন্টের নাম Glanza e-CNG হতে পারে
  • Toyota আনছে Glanza-র নয়া ভ্যারিয়েন্ট

ভারতের অটোমোবাইল বাজারে CNG গাড়ির প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে বলে মনে হচ্ছে। এর কারণ পেট্রোল ও ডিজেলের উচ্চমূল্য। এ কারণে অটোমোবাইল কোম্পানিগুলো একের পর এক  CNG গাড়ি চালু করছে। এখন সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Toyota-ও এই রেসে যোগ দিতে যাচ্ছে। কোম্পানি তার প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি Glanza-র একটি সিএনজি ভ্যারিয়েন্ট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

মাইলেজ কত হবে জেনে নিন (Glanza CNG Mileage)
Toyota Kirloskar Motor ইতিমধ্যেই তার ওয়েবসাইটের মাধ্যমে Glanza CNG সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। কোম্পানি জানিয়েছে যে নতুন Glanza CNG-র মাইলেজ হতে পারে ২৫ কিমি/কেজি। যদিও পরে কোম্পানি এই পোস্টটি সরিয়ে দেয়। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, আসন্ন CNG ভ্যারিয়েন্টের নাম হবে Toyota Glanza e-CNG।

কবে লঞ্চ হবে নতুন গাড়ি
অটোমোবাইল কোম্পানি Glanza e-CNG লঞ্চের তারিখ সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। তবে আগামী কয়েক মাসের মধ্যে কোম্পানি এই গাড়িটি বাজারে আনতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

জেনে নিন এই গাড়ির ফিচার  সম্পর্কে
Toyota-র  Glanza মারুতি সুজুকির (Maruti Suzuki) ব্যালেনোর  (Baleno) উপর ভিত্তি করে তৈরি। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, টয়োটা K-Series ইঞ্জিন সহ Glanza e-CNG বাজারে আনতে পারে। সম্প্রতি লঞ্চ হওয়া Glanza 2022-এর ইঞ্জিন এটি।

দাম কত হবে (Toyata Glanza CNG Price)
Toyota Kirloskar Motor সম্প্রতি লঞ্চ হওয়া Toyota Glanza 2022-এর এক্স-শোরুম মূল্য নির্ধারণ করেছে ৬.৩৯  লাখ টাকা। এখন আশা করা হচ্ছে আসন্ন সিএনজি ভেরিয়েন্টের দাম কিছুটা বেশি হবে। পেট্রোল ভ্য়ারিয়েন্টের থেকে এই গাড়িটির দাম ৭০,০০০  টাকা বেশি হতে পারে।

Read more!
Advertisement
Advertisement