Advertisement

QR Code Train Ticket Booking: লাইনে দাঁড়াতে হবে না, এই কাজ করলেই হাতে মিলবে ট্রেনের টিকিট

QR Code Train Ticket: ট্রেনের টিকিটের জন্য আর লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। রেলস্টেশনে গিয়ে আর কাউন্টার থেকে টিকিট কাটার দরকার নেই। কোনও মেশিনেরও সাহায্যও দরকার হবে না। এবার থেকে যাত্রীরা নিজেরাই টিকিট কাটতে পারবেন। এমনই এক সিস্টেম চালু করলে ভারতীয় রেল। স্টেশনের টিকিট কাউন্টারের কাছে একটি কিউআর কোড লাগানো থাকবে। 

QR Code-এ কাটুন ট্রেনের টিকিটQR Code-এ কাটুন ট্রেনের টিকিট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Dec 2024,
  • अपडेटेड 7:00 PM IST

QR Code Train Ticket: ট্রেনের টিকিটের জন্য আর লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। রেলস্টেশনে গিয়েও আর কাউন্টার থেকে টিকিট কাটার দরকার নেই। না লাগবে কোনও মেশিনের সাহায্য। যাত্রীরা নিজেরাই টিকিট কাটতে পারবেন টিকিট। UTS-অ্যাপের থাকলেই হল। সঙ্গে ৩ শতাংশ বোনাস। এমনই এক নয়া নিয়ম চালু করল ভারতীয় রেল। স্টেশনের টিকিট কাউন্টারের কাছে লাগানো থাকবে কিউআর কোড। তা কীভাবে কাজ করবে?

UTS অ্যাপ-এর মাধ্যমে সেখানে স্ক্যান করলেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা নিজেরাই। যাত্রীরা নিজেরাই স্ক্যান করে রেলের অ্যাপের মধ্যে টিকিট কাটতে পারবেন। সেখানে অনলাইনে টিকিটের দাম বিভিন্ন ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। মালদা টাউন স্টেশন সহ মালদহা ডিভিশনের একাধিক স্টেশনে এই সিস্টেম ইতিমধ্যে চালু হয়েছে। স্টেশনের টিকিট কাউন্টারের পাশেই রেলের পক্ষ থেকে এই কিউআর কোডগুলি লাগানো হচ্ছে। যাত্রীরা লম্বা লাইনে দাঁড়িয়ে না থেকে এই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে টিকিট কাটতে পারবেন। 

মালদা রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম সুদীপ ভট্টাচার্য জানান, "রেল যাত্রীদের ক্ষেত্রে টিকিট কাটার ক্ষেত্রে এটা অনেক সহজ উপায় যারা জেনারেল বা অসংরক্ষিত কামরায় যাবেন তাদের জন্য এই পরিষেবা l স্টেশনে কিউ আর কোড লাগানো থাকবে। নিজের অ্যান্ড্রোয়েড ফোন থেকে এটি স্ক্যান করার সঙ্গে সঙ্গেই স্টেশনের নাম চলে আসবে l ভারতবর্ষের যে কোনও প্রান্তে যাত্রা করলে অতি সহজেই টিকিট ফোনের মাধ্যমে কাটা যাবে। যেকোনও ডিজিটাল মাধ্যম থেকেই এই টিকিট অতি সহজে কাটা যাবে শুধু তাই নয় যদি ইউটিএস ওয়ালিটি টিকিট কাটে তাহলে ৩ শতাংশ বোনাস থাকবে l" ফলত কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটার ব্যবস্থা যাত্রীদের যাত্রা অনেক সহজ করে দেবে।

Read more!
Advertisement
Advertisement