Advertisement

Train Travel Tips: দূরপাল্লার ট্রেন সফরে ৪ বিষয়ে অ্যালার্ট থাকুন, বিপদ বলে আসে না

Indian Railway: ভারতীয় রেল ভারতীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। রেল ছাড়া ভারত অসম্পূর্ণ মনে হয়। প্রতিদিন লাখ লাখ মানুষ রেলপথে যাতায়াত করে। ভারতে চালু হচ্ছে নতুন ট্রেনও। এমন পরিস্থিতিতে রেলপথে যাতায়াতকারীর সংখ্যাও বাড়ছে। পাশাপাশি রেলপথে যাতায়াতের সময় কিছু বিষয়ে বিশেষ নজর দিতে হবে, তা না হলে সমস্যায় পড়তে হতে পারে। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে...

ট্রেন যাত্রায় খেয়াল রাখবেন যে বিষয়গুলিতেট্রেন যাত্রায় খেয়াল রাখবেন যে বিষয়গুলিতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jun 2023,
  • अपडेटेड 8:58 AM IST

Indian Railway: ভারতীয় রেল ভারতীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। রেল ছাড়া ভারত অসম্পূর্ণ মনে হয়। প্রতিদিন লাখ লাখ মানুষ রেলপথে যাতায়াত করে। ভারতে চালু হচ্ছে নতুন ট্রেনও। এমন পরিস্থিতিতে রেলপথে যাতায়াতকারীর সংখ্যাও বাড়ছে। পাশাপাশি রেলপথে যাতায়াতের সময় কিছু বিষয়ে বিশেষ নজর দিতে হবে, তা না হলে সমস্যায় পড়তে হতে পারে। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে...

লাগেজ সুরক্ষা
ট্রেনে ভ্রমণ করার সময় সর্বদা আপনার জিনিসপত্র রক্ষা করুন। এখানে-সেখানে আপনার লাগেজ রাখবেন না,  আপনার লাগেজটি সিটের নীচে এক জায়গায় রাখুন বা এমন জায়গায় রাখুন যেখানে আপনি আপনার লাগেজ নিরাপদে রাখতে পারেন। অন্যের মালের সঙ্গে নিজের মাল মেশাবেন না।

প্রি-অর্ডার করুন খাবার
ভারতীয় রেলওয়ে বেশিরভাগ ট্রেনে খাবার পরিষেবা সরবরাহ করে এবং লোকেরাও এই পরিষেবার সুবিধা নেয়। আপনিও যদি ট্রেনে খাওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আগে থেকেই অর্ডার করে রাখতে পারেন। এছাড়াও, এখন অনলাইনে খাবার অর্ডার করার বিকল্পও পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে মানুষও এর সুবিধা নিতে পারে। এছাড়া সম্ভব হলে অতিরিক্ত খাবার সঙ্গে রাখুন।

ট্রেনের চেন টানবেন না
ট্রেনে যাত্রা করার সময় একটা কথা মনে রাখবেন,  কখনোই কোনো কারণ ছাড়া ট্রেনের চেন টানবেন না। অযথা ট্রেনের চেইন টানা শাস্তিযোগ্য অপরাধ। ট্রেনে চেন  টানার কারণে অন্য যাত্রীদেরও সমস্যায় পড়তে হয়।

মোবাইলের যত্ন নিন
ট্রেন থেকে মোবাইল চুরির ঘটনাও অনেক বেড়েছে। এমন পরিস্থিতিতে ট্রেনে ভ্রমণের সময় আপনার মোবাইলের যত্ন নিন। মোবাইল চার্জিং এ রাখার সময় খেয়াল রাখুন এবং ট্রেনের জানালা বা দরজার কাছে মোবাইল ব্যবহার করলে সতর্ক থাকুন।

 
 

 

 

Read more!
Advertisement
Advertisement