ভারতে ইলেকট্রিক ভেহিকল প্রযুক্তিকে আরও স্মার্ট এবং আধুনিক করার পথে নতুন অধ্যায় লিখল টিভিএস মোটর কোম্পানি এবং লাইফস্টাইল ব্র্যান্ড নয়েজ। যৌথ উদ্যোগে তারা নিয়ে এসেছে দেশের প্রথম ইভি-স্মার্টওয়াচ ইন্টিগ্রেশন। এই স্মার্টওয়াচটি বিশেষভাবে তৈরি করা হয়েছে টিভিএস আইকিউব ইলেকট্রিক স্কুটারের জন্য, যা রাইডারদের নিরাপত্তা, সুবিধা এবং আরও সংযুক্ত অভিজ্ঞতা দেবে। ফলে আলাদা অ্যাপ খুলতে বা ফোন বের করতে হবে না, ঘড়িই হয়ে উঠবে স্কুটারের স্মার্ট কন্ট্রোল রুম।
কী কী সুবিধা মিলবে এই স্মার্টওয়াচে?
যানবাহনের অবস্থা পর্যবেক্ষণ, স্কুটার লক/আনলক, চার্জিং স্ট্যাটাস ও যাত্রার তথ্য হাতের কব্জিতেই।
ব্যাটারি চার্জ লেভেল, শতাংশ, চার্জিংয়ের অগ্রগতি এবং ২০% এর নিচে সতর্কতা।
দূরত্ব অনুমান (DTE) , বিভিন্ন মোডে কতটা দূরত্ব চলা সম্ভব তাৎক্ষণিক দেখা যাবে।
টায়ার প্রেসার মনিটরিং (TPMS), রিয়েল-টাইম টায়ার প্রেসার ডেটা (নির্বাচিত মডেলগুলোতে)।
চার্জিং অগ্রগতি -চার্জিং সম্পূর্ণ হলে ঘড়িতেই নোটিফিকেশন।
চুরি/ সতর্কতা – স্কুটার সরালে হ্যাপটিক ও ভিজ্যুয়াল এলার্ট মিলবে।
ক্র্যাশ শনাক্তকরণ – দুর্ঘটনা বা পড়ে যাওয়া সঙ্গে সঙ্গে শনাক্ত করে অ্যালার্ট পাঠাবে।
জিওফেন্স নোটিফিকেশন – স্কুটার নির্দিষ্ট এলাকার বাইরে গেলে তাৎক্ষণিক সতর্কবার্তা।
কম/পূর্ণ চার্জ সতর্কতা – কখন প্লাগ ইন বা আনপ্লাগ করতে হবে সে সম্পর্কে পরামর্শ।
কালার কোডিং সেফটি ভিউ – নিরাপদ অবস্থায় সবুজ, সতর্কবার্তার ক্ষেত্রে লাল রঙ ব্যবহার হবে, যাতে বিভ্রান্তি না হয়।
দাম কত?
TVS iQube Noise স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে মাত্র ২,৯৯৯ টাকা।
এর সঙ্গে মিলছে ১২ মাসের Noise Gold সাবস্ক্রিপশন। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি প্রাথমিক মূল্য, ভবিষ্যতে দাম বাড়তে পারে।