
Aadhaar Download WhatsApp: আধার ডাউনলোডের ঝামেলা এবার আরও সহজ করল UIDAI। আগে ওয়েবসাইটে গিয়ে OTP, ক্যাপচা দিয়ে ফর্মালিটি শেষ করে তবেই আধারের ডিজিটাল কপি পাওয়া যেত। এবার সেই প্রক্রিয়া বদলানো হল। সংস্থাটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করেছে, যেখানে সরাসরি চ্যাটেই আধার কার্ডের পিডিএফ পাওয়া যাবে। শুধু ‘Hi’ লিখে পাঠাতে হবে UIDAI-র নম্বর +91-9013151515-এ।
চ্যাট শুরু হলে স্বয়ংক্রিয়ভাবে পরিষেবার তালিকা আসে। সেখান থেকে বেছে নিতে হয় DigiLocker অপশন, তারপর Download Aadhaar। এরপর ব্যবহারকারী নিজের আধার নম্বর দিলে রেজিস্টার্ড মোবাইলে একটি OTP পৌঁছয়। OTP যাচাই হতেই চ্যাটেই ডাউনলোড লিঙ্ক পাঠিয়ে দেয় সিস্টেম। ফলে যাঁদের মোবাইল ছাড়া অন্য ডিভাইস নেই, বা ওয়েবসাইট ব্যবহারে সমস্যা হয়, তাঁদের জন্য পরিষেবাটি বিশেষ সুবিধাজনক।
সরকারি মহল জানিয়েছে, দেশের অধিকাংশ মানুষ বর্তমানে পরিষেবা নেওয়ার জন্য মোবাইল ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই এই পদ্ধতি বয়স্ক নাগরিক, গ্রামাঞ্চলের মানুষ এবং কম প্রযুক্তি-জানা ব্যবহারকারীদের সময় ও খরচ দুটোই বাঁচাবে। কোনও সাইবার ক্যাফে বা অতিরিক্ত সাহায্যের প্রয়োজন নেই।
নিরাপত্তা নিয়েও সতর্ক UIDAI। OTP ছাড়া কোনও ডকুমেন্ট পাওয়া যাবে না। কেবল রেজিস্টার্ড মোবাইল নম্বরেই OTP যাবে। এছাড়াও ডাউনলোড করা পিডিএফ ফাইলটি পাসওয়ার্ড-প্রটেকটেড থাকে। জন্ম তারিখ DDMMYYYY ফরম্যাটে লিখলেই ফাইল খুলে যায়।
হোয়াটসঅ্যাপের পাশাপাশি আগের মতো DigiLocker, UMANG এবং mAadhaar অ্যাপেও আধার ডাউনলোডের সুবিধা থাকছে। উল্লেখ্য, আধার কার্ড এখনও ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড এবং সরকারি বিভিন্ন প্রকল্পে বাধ্যতামূলক নথি হিসেবে প্রয়োজন হয়।