Advertisement

আজ থেকে বদলে গেল UPI পেমেন্টের নিয়ম, মিলছে না এই পরিষেবা

এবার থেকে বদলে গে UPI পরিষেবা। আর মিলবে না P2P কালেক্ট লেনদেন পরিষেবা। এর ফলে কী বদলে আসবে ডিজিটাল লেনদেনে? গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Oct 2025,
  • अपडेटेड 11:56 AM IST
  • UPI-তে একটি বিশেষ পরিষেবা বন্ধ হয়ে গেল
  • এবার থেকে আর মিলবে না P2P কালেক্ট লেনদেন
  • গ্রাহকদের উপর কী প্রভাব?

UPI অর্থাৎ ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসের নিয়ম বদলে যাচ্ছে বুধবার থেকে। এবার থেকে UPI-তে P2P (Person To Person) লেনদেনের সুবিধা বন্ধ হয়ে যাবে। একটি সার্কুলার জারি করে এমনটাই জানিয়েছে NPCI। 

কোন পরিষেবা আর মিলবে না?
নতুন করে জারি করা সার্কুলারে লেনদেনের পরিমাণ সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। এই বদলের পর এবার থেকে UPI অ্যাপ কিংবা ব্যাঙ্কিং অ্যাপে P2P কালেক্ট রিকোয়েস্ট শুরু কিংবা প্রসেস হবে না। 

UPI অ্যাপ, ব্যাঙ্কিং অ্যাপে কী পরিবর্তন?
NPCI-এর সার্কুলারে প্রত্যেক ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং UPI অ্যাপগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক সংস্থাকে নিজেদের সিস্টেম এবং প্রসেস আপডেট করতে হবে। নয়তো বুধবারের পর পুরনো ফিচার সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যাবে। 

নিয়ম বদলে কী প্রভাব?
নতুন নিয়ম আসার জেরে কোনও গ্রাহক নতুন কোনও গ্রাহকে Request Money/Collect Request পাঠিয়ে টাকা চাইতে পারবে না। এর ফায়দা তুলে সাইবার ক্রিমিনালরা একাধিক ব্যক্তির টাকা লুটে নিয়েছে। 

কী করে সাইবার প্রতারকরা?
সাইবার প্রতারকরা বেশিরভাগ সময়ে মানুষকে বোকা বানিয়ে কালেক্ট রিকয়েস্ট পাছিয়ে অ্যাপ্রুভাল নিয়ে নেয়। এমন করে একাধিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লুটে নেওয়া হয়েছে। ফলে এই পরিবর্তনের জেরে সাইবার প্রতারকদের হামলা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, UPI-এর অর্থ ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস। যা ডেভেলপ করেছে NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। গ্রাহকদের রিয়েল টাইম পেমেন্ট করতে সহায়তা করে এটি। এর জন্য প্রয়োজন পড়ে QR Code, মোবাইল নম্বর বা UPI ID। UPI সার্ভিসের একাধিক অপশন রয়েছে। Paytm, Phonepe, Gpay সহ তালিকায় রয়েছে একাধিক বিকল্প। অ্যাপে রেজিস্টার করলেই আপনার একটি UPI Id তৈরি হয়ে যায়। এরপর সহজেই করা যায় ডিজিটাল লেনদেন। 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement