অগাস্ট মাস থেকে UPI ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। এতদিন কেবল দোকানে পেমেন্টের ক্ষেত্রেই ক্রেডিট লাইন ব্যবহার করা যেত। এবার থেকে আপনার ব্যাংকের পূর্ব‑অনুমোদিত ক্রেডিট লাইন সরাসরি UPI‑র সঙ্গে লিঙ্ক করা যাবে।
এর ফলে –
ক্রেডিট লাইন কী?
এটি এক ধরনের ওভারড্রাফ্ট সুবিধা, যা আপনার আয় ও ক্রেডিট স্কোর দেখে ব্যাংক অনুমোদন করে। এবার সেটি UPI-তে লিঙ্ক করেই সহজে খরচ করা যাবে।
এবার কতবার ব্যালেন্স চেক করতে পারবেন
এবার থেকে ব্যবহারকারীরা UPI অ্যাপে প্রতিদিন ৫০টি পর্যন্ত ব্যালেন্স চেক করতে পারবেন। সুতরাং, আপনি যদি PhonePe, Google Pay, Paytm, বা অন্যান্য অ্যাপ ব্যবহার করেন, তাহলে ৫০ বার ব্যালেন্স চেকের সুযোগ পাবেন।