Advertisement

Valentine's Day Unknown Facts : ভ্যালেন্টাইন্স ডে- সম্পর্কে ১০ অবাক করা তথ্য

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইনস ডে (Valentine Day)। অনেকে মনে করেন এই বিশেষ দিনটি শুধুমাত্র প্রেমিক-প্রেমিকা ও দম্পতিদের জন্য। তবে এই ভাবনা সঠিক নয়।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2023,
  • अपडेटेड 11:53 PM IST
  • প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইনস ডে
  • এই বিশেষ দিন সম্পর্কে রয়েছে ১০ চমকপ্রদ তথ্য

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইনস ডে (Valentine Day)। অনেকে মনে করেন এই বিশেষ দিনটি শুধুমাত্র প্রেমিক-প্রেমিকা ও দম্পতিদের জন্য। তবে এই ভাবনা সঠিক নয়। যদিও বিশ্বজুড়ে এখন মহাসমারোহে প্রেমিক-প্রেমিকারাই দিনটি পালন করে থাকেন। 

  • এই ভ্যালেন্টাইন্স ডে-নিয়ে এমন কতগুলো তথ্য আছে যেগুলো হয়তো সবাই জানেন না। তেমনই ১০ তথ্য তুলে ধরা হল। 
  • ১) প্রতি বছর ভ্যালেন্টাইন্স দিবসে গড়ে ২ লাখ ২০ হাজার জন ছেলে তাঁদের বান্ধবীদের বিয়ের প্রস্তাব দেন। যা এক রেকর্ড। 
  • ২) ভ্যালেন্টাইন্স ডে হল বিশ্বের দ্বিতীয় দিন, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক কার্ড কেনা হয়। এক নম্বরে রয়েছে বড়দিন। আমেরিকায় একজন পুরুষ ভি-ডেতে উপহারের জন্য গড়ে প্রায় ১৩০ ডলার খরচ করেন, করেন ৭০ ডলার খরচ। 
  • ৩)   এই দিনে প্রায় ৩ শতাংশ মানুষ তাদের পোষ্যকে উপহার দেয়।
  • ৪) প্রতি বছর প্রায় ১ বিলিয়ন ভ্যালেন্টাইন্স ডে কার্ড বিনিময় করা হয়। প্রেমিক-প্রেমিকা, বন্ধু, প্রিয়জন সবাইকে এই কার্ড দেওয়ার রীতি রয়েছে। 
  • ৫) ফিনল্যান্ডের মানুষ ভ্যালেন্টাইন্স ডেকে 'বন্ধু দিবস' হিসেবে পালন করে। এই দিনে সেখানে বন্ধুদের স্মরণ করা হয়।
  • ৬) এই দিন প্রায় ৩৫ মিলিয়নেরও বেশি হার্ট আকৃতির চকোলেট বিক্রি হয়।
  • ৭) জাপানে শুধুমাত্র পুরুষরাই ভ্যালেন্টাইন্স ডে পালন করে থাকে। 
  • ৮) ইউরোপ মহাদেশে একটা সময় ছিল যখন একটা সময় ছিল যখন চিকিৎসকরা তাদের প্রেমে ভেঙে পড়া রোগীদের চকলেট খেতে বলতেন। চিকিৎসকরা বিশ্বাস করতেন, যে এই সময়ে চকলেট খাওয়া রোগীদের তাদের হারানো ভালোবাসার যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি দেবে।
  • ৯) শিক্ষকেরা সবথেকে বেশি ভ্যালেন্টাইনস ডে কার্ড পেয়ে থাকেন তাঁদের ছাত্রছাত্রী, মা-বাবা, স্বামী-স্ত্রী, ভালোবাসার মানুষ এবং পোষ্যদের কাছ থেকে।
  • ১০) বিখ্যাত রোমিও জুলিয়েটের নাম কমবেশি সবাই শুনেছেন। আজও এই ভ্যালেনটাইন্স ডে এর দিন ইতালির ভেরোনায় জুলিয়েটের নামে হাজারের বেশি মানুষ চিঠি লিখে থাকেন।

     

 

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement