
বদলে যাওয়া সময়ের সঙ্গে সঙ্গে বদল আসছে ভারতীয় রেলেও। মেল ট্রেন থেকে শুরু করে শতাব্দী, রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেনের দৌলতে সজোরে ছুটেছে ভারতীয় রেল। আর বর্তমানে বন্দে ভারত, নমো ভারত, অমৃত ভারত- এই 'ত্রিশূল' ট্রেনে সওয়ার ইন্ডিয়ান রেলওয়ে। এই তিনটি ট্রেনের কোনটির বিশেষত্ব কী? জেনে নেওয়া যাক
দেশজুড়ে চলছে ৮২টি বন্দে ভারত
২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকে বর্তমানে দেশজুড়ে মোট ৮২টি রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। শুরু থেকেই অত্যন্ত আরামদায়ক ও দ্রুতগতি সম্পন্ন হিসেবে জনপ্রিয় হয়েছে ট্রেনটি। তবে বিশেষ বিষয় হল, বর্তমানে ট্রেনটি রয়েছে চেয়ার কার-এর আকারেই। জল্পনা রয়েছে, ২০২৬ সালে আসতে চলেছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। যা যাত্রীদের স্বাচ্ছন্দ্য কয়েকগুণ বৃদ্ধি করবে।
নমো ভারত র্যাপিড রেলের বিশেষত্ব কী?
নমো ভারত র্যাপিড রেলকে বন্দে মেট্রো হিসেবেও উল্লেখ করা হয়। এই ট্রেনটি মূলত স্বল্প দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে চালানো হয়। ট্রেনটিতে মহিলাদের জন্য সংরক্ষিত কামরার পাশাপাশি, বিশেষভাবে সক্ষম ও প্রবীণ যাত্রীদের জন্য রয়েছে আলাদা সিটও। এছাড়াও, হুইল চেয়ার ও স্ট্রেচার তোলার জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি কামরায় রয়েছে প্যানিক বাটনও। বর্তমানে ২টি রুটে চলছে নমো ভারত।
অমৃত ভারত এক্সপ্রেসের বিশেষত্ব
অমৃত ভারত এক্সপ্রেস এমন একটি ট্রেন, যেখানে প্রথম নন-এসি ট্রেন হিসেবে ফায়ার ট্র্যাকিং সিস্টেম ইনস্টল করা হয়েছে। এছাড়াও, এই ট্রেনে রাখা হয়েছে একটি বিশেষ গার্ড রুমও। পাশাপাশি, যাত্রীদের সুবিধার্থে রয়েছে টকব্য়াক অপশনও, যার মাধ্যমে আপৎকালীন পরিস্থিতিতে গার্ডের সঙ্গে কথাও বলতে পারেন যাত্রীরা। বর্তমানে দেশজুড়ে ১৫টি রুটে চলছে এই বিশেষ ট্রেনটি। মোবাইল হোল্ডার থেকে শুরু করে ফাস্ট চার্জিং পয়েন্ট, বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য টয়লেট। সব অত্য়াধুনিক সুবিধাই ইনস্টল করা হয়েছে এই ট্রেনে।