Advertisement

হাওড়ার কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল স্লিপার বন্দে ভারত? জানুন টাইম টেবিল

সরস্বতী পুজোর দিন প্রথমবারের জন্য হাওড়া স্টেশন থেকে ছাড়ল স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। গত ২২ জানুয়ারিতে কামাখ্যা থেকে শুরু হয়েছিল এই ট্রেনের প্রথম কমার্শিয়াল রান। তবে হাওড়া থেকে ২৩ জানুয়ারি সন্ধ্যেবেলা প্রথমবারের জন্য ছাড়ল এই সেমি হাইস্পিড ট্রেনটি।

হাওড়া স্টেশনের কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল প্রথম স্লিপার বন্দে ভারত?হাওড়া স্টেশনের কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল প্রথম স্লিপার বন্দে ভারত?
কিশোর শীল
  • হাওড়া,
  • 24 Jan 2026,
  • अपडेटेड 1:33 PM IST
  • সরস্বতী পুজোর দিন প্রথমবারের জন্য হাওড়া স্টেশন থেকে ছাড়ল স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস।
  • ২২ জানুয়ারিতে কামাখ্যা থেকে শুরু হয়েছিল এই ট্রেনের প্রথম কমার্শিয়াল রান।
  • হাওড়া থেকে ২৩ জানুয়ারি সন্ধ্যেবেলা প্রথমবারের জন্য ছাড়ল এই সেমি হাইস্পিড ট্রেনটি।

সরস্বতী পুজোর দিন প্রথমবারের জন্য হাওড়া স্টেশন থেকে ছাড়ল স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। গত ২২ জানুয়ারিতে কামাখ্যা থেকে শুরু হয়েছিল এই ট্রেনের প্রথম কমার্শিয়াল রান। তবে হাওড়া থেকে ২৩ জানুয়ারি সন্ধ্যেবেলা প্রথমবারের জন্য ছাড়ল এই সেমি হাইস্পিড ট্রেনটি।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে হাওড়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়া হয় স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। তবে পূর্ব রেলের সিনিয়র DRO দীপ্তিময় দত্ত  bangla.aajtak.in-কে জানান, "প্রথম দিন ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়া হল মানেই যে, প্রতিদিন ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকেই এই ট্রেন ছাড়বে তা নয়। সুযোগ সুবিধা মতো কোথায় ফাঁকা রয়েছে, তা দেখেই এই ট্রেনের জন্য প্ল্যাটফর্ম দেওয়া হবে। এখনও কোনও প্ল্যাটফর্ম নির্দিষ্ট করা হয়নি।"

স্লিপার বন্দে ভারতের টাইম টেবিল জানুন

রেলের সূচি অনুযায়ী, হাওড়া থেকে ছাড়া ২৭৫৭৫ স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি  ছাড়বে প্রতিদিন সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে। সেটি কামাখ্যা গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে। তবে বৃহস্পতিবার এই ট্রেন চলবে না। 

অন্যদিকে, ২৭৫৭৬ কামাখ্যা-হাওড়া স্লিপার বন্দে ভারতটি কামাখ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে। সেটি পরের দিন হাওড়া স্টেশনে এসে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ১৫ মিনিটে। 

ট্রেনটি কোন কোন স্টেশনে স্টপেজ দেবে?

হাওড়া থেকে রওনা দেওয়ার পরে ট্রেনটি ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার বিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রাঙ্গিয়া হয়ে কামাখ্যা স্টেশনে গিয়ে পৌঁছবে।

কী খাবার দেওয়া হচ্ছে?

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছে,  বন্দে ভারত স্লিপার ট্রেনে অসম ও বাংলার কুইজিন পাওয়া যাবে। অসম থেকে ছাড়া পাওয়া যাবে অসমের খাবার। আবার হাওড়া থেকে ফিরতি পথে এই ট্রেনে দেওয়া হবে বাংলার খাবার। রেলমন্ত্রী জানিয়েছেন, খাবারে প্লেটে থাকবে অসমের জোহা রাইস, মাটি মোহর ডাল। অন্যদিকে, বাংলার খাবার হিসেবে থাকবে ছোলার ডাল, ঝুরি ঝুরি ভাজা আলু, সন্দেশ ও নারকেল বরফি। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement