
ভারতীয় রেলওয়ে দূরপাল্লার যাত্রী পরিষেবায় বড় চমক দিতে চলেছে। খুব শিগগিরই চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেন। এই প্রিমিয়াম পরিষেবার প্রথম ট্রেনটি চলবে হাওড়া-কামাখ্যা (গুয়াহাটি) রুটে। প্রায় ৯৫৮ কিলোমিটার দীর্ঘ এই পথে যাত্রীরা পাবেন আধুনিক সুযোগ-সুবিধা ও আরামদায়ক স্লিপার কোচ। এই নতুন পরিষেবা লাইনের মধ্যে ব্যান্ডেল, কাটোয়াও পড়ছে।
কী হবে ভাড়া?
নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। রেল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী-
হাওড়া-কামাখ্যা রুটে ভাড়া
৩এসি: ২,২৯৯ টাকা
২এসি: ২,৯৭০ টাকা
১এসি: ৩,৬৪০ টাকা
হাওড়া-নিউ জলপাইগুড়ি (NJP)
৩এসি: ১,৩৩৪ টাকা
২এসি: ১,৭২৪ টাকা
১এসি: ২,১১৩ টাকা
হাওড়া-মালদা টাউন
৩এসি: ৯৬০ টাকা
২এসি: ১,২৪০ টাকা
১এসি: ১,৫২০ টাকা
অন্যান্য গুরুত্বপূর্ণ রুটের ভাড়া
কামাখ্যা-মালদা টাউন
৩এসি: ১,৫২২ টাকা
২এসি: ১,৯৬৫ টাকা
১এসি: ২,৪০৯ টাকা
কামাখ্যা–নিউ জলপাইগুড়ি
৩এসি: ৯৬২ টাকা
২এসি: ১,২৪৩ টাকা
১এসি: ১,৫২৪ টাকা
বাড়তি তথ্য
রেলওয়ে সূত্র ও পূর্বের ভাড়া হিসাব অনুযায়ী (৩০০ – ৪০০ কিমি রেঞ্জে), হাওড়া-কাটোয়ার 3AC ভাড়া আনুমানিক ৮০০ -১,১০০ হতেও পারে, তবে এটি অফিশিয়াল অনুমান। সরকারি নির্দিষ্ট ভাড়া রেলের টিকিটিং সিস্টেম (IRCTC) থেকে প্রকাশিত না হওয়া পর্যন্ত ডিফিনিট ফিগার প্রদান করা সম্ভব নয়।
প্রতিটি টিকিটের ভাড়ার সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হবে।
বন্দে ভারত স্লিপার ট্রেনের ক্ষেত্রে ভাড়া গণনার জন্য ন্যূনতম ৪০০ কিলোমিটার দূরত্ব ধরা হয়েছে। রেলের আধিকারিকদের মতে, এই নতুন স্লিপার বন্দে ভারত ট্রেন দীর্ঘপথের যাত্রীদের জন্য সময় বাঁচানোর পাশাপাশি আরামদায়ক ও আধুনিক ভ্রমণের অভিজ্ঞতা দেবে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার যোগাযোগ আরও মজবুত করতেই এই বিশেষ পরিষেবা চালুর উদ্যোগ।