Advertisement

Vande Bharat Sleeper Ticket Price: বন্দে ভারত স্লিপারে কোন স্টেশনে কত ভাড়া? হাওড়া থেকে ছাড়বে কবে? জানুন সব তথ্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যাত্রা শুরু হয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। যা ছাড়বে হাওড়া থেকে। যাবে কামাখ্যা পর্যন্ত। এবার সাধারণ যাত্রীরা কবে থেকে এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন? কত ভাড়া লাগবে কোন স্টেশনে? জেনে নিন বিস্তারিত...

বন্দে ভারতের স্লিপারের ভাড়া কত? বন্দে ভারতের স্লিপারের ভাড়া কত?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jan 2026,
  • अपडेटेड 11:23 AM IST
  • বন্দে ভারত স্লিপারে কোন স্টেশনে কত ভাড়া?
  • হাওড়া থেকে ছাড়বে কবে?
  • কোন কোন স্টেশনে হল্ট রয়েছে?

মালদা থেকে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী যাত্রায় মালদা থেকে কামাখ্যা গিয়েছে এই সেমি হাই স্পিড ট্রেন। তবে যাত্রীরা জানতে চাইছেন, কবে চড়া যাবে এই অত্যাধুনিক ঝাঁ চকচকে ট্রেনে? কোন স্টেশন থেকে ভাড়াই বা কত? 

কবে সাধারণ যাত্রীদের নিয়ে ছুটবে ট্রেন?
অফিশিয়াল ঘোষণা না হলেও সূত্রের খবর, ২২ জানুয়ারি থেকে চলবে এই ট্রেনটি। তবে প্রথম দিন কামাখ্যা থেকে ছাড়বে ট্রেন। তার পরের দিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে হাওড়া থেকে ছাড়বে স্লিপার বন্দে ভারত। কামাখ্যা থেকে সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে ছেড়ে ট্রেনটি হাওড়া পৌঁছবে সকাল ৮টা বেজে ১৫ মিনিটে। হাওড়া থেকে ট্রেনটি সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে কামাখ্যা পৌঁছবে। 

কবে কবে চলবে এই ট্রেন?
 সপ্তাহে একদিন বাদে ছ'দিনই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। প্রতি সপ্তাহে বুধবার ছাড়া অন্য দিনগুলি কামাখ্যা থেকে ছাড়বে ট্রেনটি। অন্যদিকে, বৃহস্পতিবার ছাড়া হাওড়া থেকে বাকি দিনগুলিতে ছাড়বে হাওড়া-কামাখ্যা স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস।

কোন স্টেশন থেকে কত ভাড়া?
কামাখ্যা ও হাওড়ার মধ্যে যাত্রাপথে ট্রেনটি যে স্টেশনগুলিতে থামবে, সেগুলি হল—
রাঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফরাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল। 

হাওড়া কামাখ্যা 2435 3145 3855
ব্যান্ডেল কামাখ্যা
2340  
3020 3700
নবদ্বীপ ধাম কামাখ্যা 2175 2805 3440
কাটোয়া কামাখ্যা 2075 2680 3285
আজিমগঞ্জ কামাখ্যা 1890 2440 2990
নিউ ফরাক্কা কামাখ্যা 1690 2180 2675
মালদা টাউন কামাখ্যা 1605 2070 2535
আলুয়াবাড়ি কামাখ্যা 1160
1495  
1835
নিউ জলপাইগুড়ি কামাখ্যা 1015
1310  
1605
জলপাইগুড়ি রোড কামাখ্যা 1010 1305 1600
নিউ কোচবিহার  কামাখ্যা 1010 1305 1600
নিউ আলিপুরদুয়ার কামাখ্যা 1010 1305 1600
নিউ বঙাইগাঁও কামাখ্যা 1010 1305 1600

 

 

 

Read more!
Advertisement
Advertisement