
মালদা থেকে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী যাত্রায় মালদা থেকে কামাখ্যা গিয়েছে এই সেমি হাই স্পিড ট্রেন। তবে যাত্রীরা জানতে চাইছেন, কবে চড়া যাবে এই অত্যাধুনিক ঝাঁ চকচকে ট্রেনে? কোন স্টেশন থেকে ভাড়াই বা কত?
কবে সাধারণ যাত্রীদের নিয়ে ছুটবে ট্রেন?
অফিশিয়াল ঘোষণা না হলেও সূত্রের খবর, ২২ জানুয়ারি থেকে চলবে এই ট্রেনটি। তবে প্রথম দিন কামাখ্যা থেকে ছাড়বে ট্রেন। তার পরের দিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে হাওড়া থেকে ছাড়বে স্লিপার বন্দে ভারত। কামাখ্যা থেকে সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে ছেড়ে ট্রেনটি হাওড়া পৌঁছবে সকাল ৮টা বেজে ১৫ মিনিটে। হাওড়া থেকে ট্রেনটি সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে কামাখ্যা পৌঁছবে।
কবে কবে চলবে এই ট্রেন?
সপ্তাহে একদিন বাদে ছ'দিনই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। প্রতি সপ্তাহে বুধবার ছাড়া অন্য দিনগুলি কামাখ্যা থেকে ছাড়বে ট্রেনটি। অন্যদিকে, বৃহস্পতিবার ছাড়া হাওড়া থেকে বাকি দিনগুলিতে ছাড়বে হাওড়া-কামাখ্যা স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস।
কোন স্টেশন থেকে কত ভাড়া?
কামাখ্যা ও হাওড়ার মধ্যে যাত্রাপথে ট্রেনটি যে স্টেশনগুলিতে থামবে, সেগুলি হল—
রাঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফরাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল।
| হাওড়া | কামাখ্যা | 2435 | 3145 | 3855 | ||
| ব্যান্ডেল | কামাখ্যা |
| 3020 | 3700 | ||
| নবদ্বীপ ধাম | কামাখ্যা | 2175 | 2805 | 3440 | ||
| কাটোয়া | কামাখ্যা | 2075 | 2680 | 3285 | ||
| আজিমগঞ্জ | কামাখ্যা | 1890 | 2440 | 2990 | ||
| নিউ ফরাক্কা | কামাখ্যা | 1690 | 2180 | 2675 | ||
| মালদা টাউন | কামাখ্যা | 1605 | 2070 | 2535 | ||
| আলুয়াবাড়ি | কামাখ্যা | 1160 |
| 1835 | ||
| নিউ জলপাইগুড়ি | কামাখ্যা | 1015 |
| 1605 | ||
| জলপাইগুড়ি রোড | কামাখ্যা | 1010 | 1305 | 1600 | ||
| নিউ কোচবিহার | কামাখ্যা | 1010 | 1305 | 1600 | ||
| নিউ আলিপুরদুয়ার | কামাখ্যা | 1010 | 1305 | 1600 | ||
| নিউ বঙাইগাঁও | কামাখ্যা | 1010 | 1305 | 1600 |