Advertisement

Vande Bharat Sleeper Train Fare: কলকাতা-গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া কত? কী কী সুবিধা? জানুন

কলকাতা ও গুয়াহাটির মধ্যে চলবে বন্দে ভারত স্লিপার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই গুয়াহাটি-কলকাতা বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করবেন। এই প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত চলবে দেশে। কত ভাড়া, কী খাবার থাকবে, রুট আর কী কী সুবিধা? জানুন।

বন্দে ভারত স্লিপারবন্দে ভারত স্লিপার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2026,
  • अपडेटेड 10:58 AM IST

কলকাতা ও গুয়াহাটির মধ্যে চলবে বন্দে ভারত স্লিপার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই গুয়াহাটি-কলকাতা বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করবেন। এই প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত চলবে দেশে। কত ভাড়া, কী খাবার থাকবে, রুট আর কী কী সুবিধা? জানুন।

গুয়াহাটি-কলকাতা বন্দে ভারত স্লিপারের ভাড়া কত?
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বন্দে ভারত স্লিপার ট্রেনের থার্ড এসির খাবার সহ প্রায় ২ হাজার ৩০০ টাকা ভাড়া হবে। সেকেন্ড এসির ভাড়া ৩ হাজার টাকা। ফার্স্ট এসির জন্য ভাড়া হবে ৩ হাজার ৬০০ টাকা।

কোন রুটে যাবে বন্দে ভারত স্লিপার?
ট্রেনটি অসমের গুয়াহাটি (কামাখ্যা) এবং হাওড়ার মধ্যে চলবে। প্রায় ১,২০০-১,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করবে বন্দে ভারত। অসম, উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের কামরূপ মেট্রোপলিটন, বঙ্গাইগাঁও, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়ার মতো একাধিক জেলার ওপর দিয়ে চলবে বন্দে ভারত স্লিপার।

ট্রেনটিতে ১৬টি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কোচ রয়েছ। বিভিন্ন শ্রেণীর ৮২৩ জন যাত্রী বহন করতে পারবে। ১১টি এসি ৩-টায়ার, ৪টি এসি ২-টায়ার এবং ফার্স্ট এসি প্রথম শ্রেণীর কোচ রয়েছে, যা বিভিন্ন যাত্রীর চাহিদা পূরণ করে।

কী কী সুবিধা মিলবে?
ফার্স্ট এসি কোচে গরম জলের শাওয়ার, ট্রেনের ভিতরে আধুনিক নকশা, ইউএসবি চার্জিং পোর্ট, রিডিং লাইট, সিসিটিভি ক্যামেরা, ডিসপ্লে প্যানেল এবং মডুলার প্যান্ট্রির মতো সুবিধা পাবেন।

রেলমন্ত্রী জানিয়েছেন, ট্রেনে অসম ও বাংলার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে। কলকাতা থেকে যে ট্রেন ছেড়ে অসমে যাবে সেখানে বাঙালি খাবার থাকবে। গুয়াহাটি থেকে যে ট্রেন আসবে তাতে অসমের খাবার দেওয়া হবে। 
 

Read more!
Advertisement
Advertisement