
SIR-এর পর নাগরিকদের মধ্যে ভোটার, আধার, প্যান কার্ড সংক্রান্ত সচেতনতা দেখা গেছে। ভোটার কার্ডে অনেকেরই নামের বানানে ভুল থাকে। অনেকের কর্মসূত্র বা বিয়ের কারণে বাড়ির ঠিকানা বদল হয়। এমন অনেকে আছেন যারা ভোট দেন না বলে এই তথ্যগুলি আপডেট করেননি বা পরিবর্তন করেননি। এবার তারা সজাগ হয়েছেন। ভোটার কার্ডে নাম পরিবর্তন বা ঠিকানা বদল করতে কী করতে হবে তা জেনে নিন।
ভোটার কার্ডের নাম পরিবর্তন করতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। ফর্ম ৮ পূরণ করেই ভোটার কার্ডের নামের বানান পরিবর্তন বা ঠিকানা বদল করতে পারবেন। এর জন্য লাগবে একটা স্মার্টফোন।
ঠিকানা পরিবর্তন করবেন কীকরে?
ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল voters.gov.in-এ যান। এরপর এতে লগ-ইন করুন। তার পর ‘ফর্ম ৮’ (Form 8) বেছে নিন।
এবার ফর্মটিতে ভোটার কার্ডের যাবতীয় সংশোধন এবং পরিবর্তনের তথ্য দিন। লগ-ইন করার সময় অতি অবশ্যই নিজের মোবাইল নম্বর দেবেন। ‘Self’ অপশনটি বেছে নিন। যদি পরিবারের অন্য কোনও সদস্যের হয়ে আবেদন করেন, তবে ‘Other Elector’ অপশনটি বেছে নিয়ে তাদের এপিক (EPIC) নম্বর দিতে হবে।
পদ্ধতি
লগ ইন করার পর ভোটার আইডি কার্ড নম্বর লিখতে হবে। ভোটার আইডি কার্ড নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে বিবরণ দিতে হবে। এর পরে ভোটার আইডিতে কী পরিবর্তন করতে কারেকশন অফ এন্ট্রি অপশন লিখতে হবে।
এই অপশনে ক্লিক করলে ফর্ম ৮ খুলবে। যেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করতে হবে। এর পরে, জমা দেওয়ার আগে বিস্তারিত তথ্য ভালোভাবে দেখে নিন। বিস্তারিত তথ্য যাচাই করার পরে, সাবমিট করুন।
এই নথিগুলির প্রয়োজন হবে:
জল/বিদ্যুৎ/গ্যাস সংযোগ বিল
আধার কার্ড
ব্যাঙ্ক/পোস্ট অফিসের পাসবুক
পাসপোর্ট
বার্থ সার্টিফিকেট
প্যান কার্ড
ড্রাইভিং লাইসেন্স
দশম বা দ্বাদশ সার্টিফিকেট