
প্যান কার্ড বা পার্মান্যান্ট অ্যাকাউন্ট নম্বর হল একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, লোন নেওয়া, প্রপার্টি রেজিস্টেশন করার সময় কাজে লাগে। তবে এই জরুরি ডকুমেন্টই এখন অনেক ক্ষেত্রে লিক হয়ে যাচ্ছে। সেই লিক হওয়া নথি স্ক্যামররা ব্যবহার করছে। নানা প্রতারণা করছে তারা। এর ফলে ফলে বাড়ছে বিপদ।
তাই আপনার প্যান কার্ড অন্য কেউ ব্যবহার করছেন কি না, সেটা চেক করে নিতে হবে। নইলে সমস্যার শেষ থাকবে না। যদিও এই নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। বরং সহজ কিছু উপায়েই প্যান কার্ড অন্য কেউ ব্যবহার করছে কি না, সেটা জেনে নিতে পারবেন ঘরে বসেই।
কীভাবে জানবেন?
incometax.gov.in-এ গিয়ে নিজের প্যান নম্বর ব্যবহার করে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট বা ফর্ম ২৬এএস নামিয়ে নিন। তার মাধ্যমেই বুঝতে পারবেন, আপনার প্যান কার্ড অন্য কেউ ব্যবহার করছে কি না।
এক্ষেত্রে ট্রানজাকশনের জায়গাটা ঠিক করে চেক করতে হবে। দেখতে হবে কোনও অপরিচিত জায়গা থেকে ট্রানজাকশন হয়েছে কি না। সেটা থেকেই পরিষ্কার হয়ে যাবে অন্য কেউ প্যান কার্ড ব্যবহার করছে নাকি সেটা সুরক্ষিত রয়েছে।
এছাড়াও উপায় রয়েছে
প্রথমত ইউপিআই অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানে গিয়ে ক্রেডিট স্কোরে গিয়ে ক্লিক করুন। তাহলেই স্কোর সামনে চলে আসবে। এ বার সেখানে ক্লিক করে ফুল রিপোর্ট দেখে নিন। দেখুন সেখানে কোনও অজানা লোন চলছে কি না। যদি থাকে, তাহলে বুঝবেন কার্ডটি অন্য কেউ ব্যবহার করছে।
যদি আপনি অ্যাপ ডাউনলোড না করতে চান, সেক্ষেত্রে অনলাইনেও ক্রেডিট স্কোর চেক করতে পারবেন। এক্ষেত্রে সিবিল বা এক্সপেরিয়ানের সাইটে যান। সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিন। তারপর আপনার ফোনে আসবে একটি ওটিপি। সেটি দিলেই দেখতে পারবেন ক্রেডিট স্কোর। আর সেই স্কোরের সঙ্গে আপনি ডিটেল রিপোর্টও পেয়ে যাবেন। সেখানেই কোনও ভুয়ো ট্রানজাকশন দেখলে সাবধান হন। এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
কী করবেন?
এই সময় সবার আগে মাথা ঠান্ডা রাখুন। এ বার পরপর কয়েকটা কাজ সেরে নিন। প্রথমে ব্যাঙ্কে যান। পাশাপাশি ইনকাম ট্যাক্স বিভাগেও অভিযোগ করুন। সেই সঙ্গে পুলিশ এবং সাইবার ক্রাইম শাখাতেও রিপোর্ট করতে ভুলবেন না যেন! তাহলেই বড় বিপদ এড়াতে পারবেন।