Advertisement

West Bengal Government Job বড় খবর! শীঘ্রই রাজ্যে গ্রুপ-ডি পদে হাজার হাজার নিয়োগ

রাজ্যে নতুন করে স্টাফ সিলেকশন কমিশন গঠন হতে চলেছে। ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তিও জারি করেছে নবান্ন। আর সেই স্টাফ সিলেকশন কমিশনের গঠনের কাজ শুরু। রাজ্য জুড়ে কয়েক হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে বলে নবান্ন সূত্রে খবর। ১৭ এপ্রিল রাজ্যের সরকারি অফিসগুলিতে কর্মী নিয়োগের জন্য নতুন করে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা নিযুক্ত হলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। 

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 May 2023,
  • अपडेटेड 3:50 PM IST
  • রাজ্যে নতুন করে স্টাফ সিলেকশন কমিশন গঠন হতে চলেছে।
  • ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তিও জারি করেছে নবান্ন।

রাজ্যে নতুন করে স্টাফ সিলেকশন কমিশন গঠন হতে চলেছে। ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তিও জারি করেছে নবান্ন। আর সেই স্টাফ সিলেকশন কমিশনের গঠনের কাজ শুরু। রাজ্য জুড়ে কয়েক হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে বলে নবান্ন সূত্রে খবর। ১৭ এপ্রিল রাজ্যের সরকারি অফিসগুলিতে কর্মী নিয়োগের জন্য নতুন করে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা নিযুক্ত হলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। 

নবান্ন সূত্রে খবর নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের আইনে বলা আছে চেয়ারম্যান এবং সর্বাধিক ৬ জন সদস্যকে নিয়ে কমিশন গঠন করতে হবে। সূত্রের খবর, কোনও অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হতে পারে স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিসেবে। সরকারি অফিসে গ্রুপ-ডি কর্মী নিয়োগের জন্য ২০১৬ সালে একটি বিশেষ রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছিল রাজ্য। কিন্তু বছরখানেক আগেই মন্ত্রীসভা সেই বোর্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার আগে অবশ্য ওই বোর্ড পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রায় ৬ হাজার গ্রুপ-ডি কর্মী নিয়োগ করেছে।

২০১৮ সালে আগস্ট মাসের শেষ দিকে প্রায় ৬০০০ গ্রুপ ডি কর্মী নিয়োগের প্যানেল প্রকাশ করা হয়। তারপর থেকে রাজ্য সরকারের অফিস গুলিতে পরীক্ষার মাধ্যমে স্থায়ী গ্রুপ ডি কর্মী নিয়োগ হয়নি। নবান্ন সূত্রে খবর, এর জেরে গ্রুপ ডি কর্মী নিয়োগের শূন্য পদের সংখ্যা অনেক বেড়েছে। প্রায় ৬০ হাজার শূন্যপদ রয়েছে। এই স্টাফ সিলেকশন কমিশন গঠন হওয়ার পরপরই ধাপে ধাপে এই শূন্যপদ পূরণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement