Advertisement

Mamata Banerjee on aadhaar: আধারের বিকল্প কার্ড দেবেন মমতা, কীভাবে পাবেন? জানুন বিস্তারিত

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যাদের আধার বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের জন্য মঙ্গলবার থেকেই একটি পোর্টাল চালু করছে। সেই পোর্টালে গিয়ে যাঁদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাঁরা অভিযোগ জানাতে পারবেন। যাদের আধার বাতিল হয়েছে তাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য। এই কার্ড ব্যাঙ্ক বা অন্য কাজে ব্যবহার করা যাবে।'

Mamata Banerjee on aadhaar
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Feb 2024,
  • अपडेटेड 4:38 PM IST
  • আধারের বিকল্প কার্ড দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • মঙ্গলবার থেকেই একটি পোর্টাল চালু করছে

আধার বিতর্কে নতুন মোড়। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে আধারের বিকল্প কার্ড দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন থেকে এই ঘোষণা করেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যাদের আধার বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের জন্য মঙ্গলবার থেকেই একটি পোর্টাল চালু করছে। সেই পোর্টালে গিয়ে যাঁদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাঁরা অভিযোগ জানাতে পারবেন। যাদের আধার বাতিল হয়েছে তাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য। এই কার্ড ব্যাঙ্ক বা অন্য কাজে ব্যবহার করা যাবে।'

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আধার বাতিল করে দিলে রাজ্যের পোর্টালে জানান। সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন। মানুষকে বঞ্চিত হতে দেব না আমরা। যা যা করার তা করব। যাঁদের নাম কেটে দিয়েছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব। তাতে সব সুযোগ সুবিধা মিলবে। মুখ্যমন্ত্রী বলেন, 'ভোটের আগে এমন কী ঘটল যে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছামতো কেটে দেওয়া হচ্ছে। অসমের মতো ডিটেনশন ক্যাম্প করবেন? সংখ্যালঘু ও তফসিলি। মতুয়া সবচেয়ে বেশি। তফসিলি ফাউন্ডেশনের চিঠি। গরিব, খেটে খাওয়া মানুষের সঙ্গে এমন করা হচ্ছে।'

কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই আধার বাতিল করছে কেন্দ্র। তিনি বলেন, 'রাজ্য সরকার জানে না। জমিদারি কায়দায়। তাহলে করার প্রয়োজন কী ছিল? তারপর বলল আধার কার্ড না থাকলে ব্যাঙ্কে লিঙ্ক করা হবে না। ১,০০০ টাকা করে নেওয়াও হয়েছে। এটা রাজ্য সরকারের হাতেও ছিল না। এবং বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনও সুবিধা পাবে না। তাহলে কি গরিব মানুষগুলো কোনও সুবিধা পাবে না?'

এরপরই মমতা বলেন, 'যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা আলাদা কার্ড দেব। যাতে তাঁরা কোনও সুবিধা থেকে বঞ্চিত না হয়। সমস্যা হবে ব্যাঙ্কে গেলে, সেখানে আধার লিঙ্ক থাকাতে টাকা দেবে না। আমরা ক্যাম্প করে কার্ড দিয়ে দেব। তার পুরো রেকর্ডিং থাকবে, ভিডিও থাকবে। কোনও গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেব না। আমরা পোর্টাল তৈরি করেছি। কাল থেকেই এটা চালু হবে। এটা আধার সমস্যার পোর্টাল। যাদের কার্ড নিষ্ক্রিয় করেছে তারা যেন আমাদের জানায়। কারণ তারা যে সুবিধাগুলো পাচ্ছেন সেই সব সুবিধা থেকে বঞ্চিত না হয়। সবাই নিশ্চিন্তে ঘুমোতে যান। কোনও চিন্তা নেই। আপনাদের ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে। স্বাস্থ্যসাথী কার্ড আছে। সব কিছু যদি আধার দিয়ে করতে হয় তবে আমরা আধারের বিকল্প কার্ড করে দেব।  রাজ্যের মানুষকে সুবিধা দেওয়ার অধিকার রাজ্যের আছে। সোজা আঙুলে কাজ না হলে আঙুলটাকে বাঁকাতে হবে। আমরা আঙুল বাঁকাব। আর আমরা এটা করতে তৈরি আছি। যার যার আধার কার্ড বন্ধ হয়েছে, তাঁরা আগের নম্বর দিয়ে আমাদের জানান। তাঁদের জন্য আমাদের এটা করতে হবে।'

Advertisement

তিনি আরও বলেন, এটি NRC-র সঙ্গে সম্পর্কিত। আশ্বাস দিয়ে মমতা বলেন, 'সংখ্যালঘুই হোক, জেনারেল কাস্টই হোক, মুসলিম বন্ধুই হোক, আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি বাংলায় আমরা NRC করতে দেব না। দুই বাংলায় ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না।' এই বিষয়ে মতুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, 'মতুয়া বন্ধুদের তিনি বলেছিলেন সিটিজেনশিপ রাইট দেবে, আজ তাদের ফরেনার করে ডিক্লিয়ার করে দিয়েছে। এটা তাদের অপমান করা নয়?' মমতা বলেন, 'আগে আপনাদের আধার কেটে দেবে। তারপর ৫ বছর পর বলবে নাগরিকত্ব দেব। সংখ্যালঘু, দলিত ভাইবোনরা বুঝতে পারছেন গেমপ্ল্যানটা?'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement