Advertisement

Holiday List 2026: ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন, কোন ছুটি নষ্ট? জেনে নিন

Holiday List 2026: যে ছুটি শুক্রবার বা সোমবার পড়েছে, সেগুলি মিলিয়ে লম্বা উইকএন্ড তৈরি করা সম্ভব। চাইলে ১-২ দিন বাড়তি ছুটি নিয়ে আরও বড় উইকএন্ড বানানো যাবে, ফলে ঘোরাঘুরির পরিকল্পনা আগেভাগেই সেরে ফেলা যেতে পারে।

Nabanna Nabanna
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Nov 2025,
  • अपडेटेड 10:31 PM IST

নতুন বছর শুরু হতে আর মাত্র ৩৩ দিন। বছরের শেষে অনেকেই এখন থেকেই নতুন ক্যালেন্ডার দেখে আগামী বছরের ঘোরাঘুরির পরিকল্পনা সাজাতে শুরু করেছেন। ঠিক সেই সময়ই প্রকাশিত হল ২০২৬ সালের ছুটির তালিকা। বৃহস্পতিবার নবান্নের পক্ষ থেকে অর্থ দফতর এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারী ছুটি, কেন্দ্রীয় NIA আইন অনুযায়ী ছুটি এবং সম্প্রদায়ভিত্তিক বিশেষ ছুটির তালিকা প্রকাশ করেছে।

NIA অ্যাক্ট অনুযায়ী মোট ২৭টি ছুটি
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর প্রতি বছর নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট (NIA) অনুযায়ী ছুটির তালিকা প্রকাশ করে। রাজ্যভেদে সেই তালিকা ভিন্ন হয়। ২০২৬ সালের জন্য পশ্চিমবঙ্গের তালিকায় রয়েছে ২৭টি কেন্দ্রীয় ছুটি। এর পাশাপাশি রাজ্য সরকার আরও ২৪টি ছুটি ঘোষণা করেছে। সম্প্রদায়ভিত্তিক রয়েছে ২টি বিশেষ ছুটি।

যে ছুটি শুক্রবার বা সোমবার পড়েছে, সেগুলি মিলিয়ে লম্বা উইকএন্ড তৈরি করা সম্ভব। চাইলে ১-২ দিন বাড়তি ছুটি নিয়ে আরও বড় উইকএন্ড বানানো যাবে, ফলে ঘোরাঘুরির পরিকল্পনা আগেভাগেই সেরে ফেলা যেতে পারে।

আরও পড়ুন

কোন কোন ছুটি নষ্ট হচ্ছে?
২০২৬ সালে মোট ৮টি ছুটি নষ্ট হচ্ছে। কারণ, ছুটির দিনটি রবিবার পড়েছে, অথবা দুটি উৎসব একই দিনে পড়েছে।

রবিবারে পড়ায় যে ছুটিগুলি নষ্ট হচ্ছে

১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি

১৮ অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী

২৫ অক্টোবর লক্ষ্মী পুজো

৮ নভেম্বর কালীপুজো

১৫ নভেম্বর ছটপুজো

১৫ নভেম্বর বীরসা মুন্ডার জন্মদিবস

২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজো একই দিনে

১ মে বুদ্ধপূর্ণিমা ও মে ডে একই দিনে

২০২৬ সালের সম্পূর্ণ ছুটির তালিকা
NIA (কেন্দ্রীয় আইন) অনুযায়ী ছুটি

নববর্ষ: ১ জানুয়ারি, বৃহস্পতিবার

স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী: ১২ জানুয়ারি, সোমবার

নেতাজি জয়ন্তী: ২৩ জানুয়ারি, শুক্রবার

সরস্বতী পুজো: ২৩ জানুয়ারি, শুক্রবার

প্রজাতন্ত্র দিবস: ২৬ জানুয়ারি, সোমবার

দোলযাত্রা: ৩ মার্চ, মঙ্গলবার

ইদ-উল-ফিতর: ২১ মার্চ, শনিবার

রামনবমী: ২৬ মার্চ, বৃহস্পতিবার

মহাবীর জয়ন্তী: ৩১ মার্চ, মঙ্গলবার

Advertisement

গুড ফ্রাইডে: ৩ এপ্রিল, শুক্রবার

বি.আর. আম্বেডকর জন্মদিন: ১৪ এপ্রিল, মঙ্গলবার

বাংলা নববর্ষ: ১৫ এপ্রিল, বুধবার

মে ডে: ১ মে, শুক্রবার

বুদ্ধপূর্ণিমা: ১ মে, শুক্রবার

রবীন্দ্রজয়ন্তী: ৯ মে, শনিবার

ইদুজ্জোহা: ২৭ মে, বুধবার

মহরম: ২৬ জুন, শুক্রবার

স্বাধীনতা দিবস: ১৫ অগস্ট, শনিবার

জন্মাষ্টমী: ৪ সেপ্টেম্বর, শুক্রবার

গান্ধীজয়ন্তী: ২ অক্টোবর, শুক্রবার

মহালয়া: ১০ অক্টোবর, শনিবার

দুর্গাপুজো: অষ্টমী–দশমী (১৯–২১ অক্টোবর)

ভ্রাতৃদ্বিতীয়া: ১১ নভেম্বর, বুধবার

নানকজয়ন্তী: ২৪ নভেম্বর, মঙ্গলবার

বড়দিন: ২৫ ডিসেম্বর, শুক্রবার

রাজ্য সরকারের ছুটির তালিকা

সরস্বতী পুজোর আগের দিন: ২২ জানুয়ারি

শবে বরাত: ৪ ফেব্রুয়ারি

পঞ্চানন বর্মার জন্মদিন: ১৪ ফেব্রুয়ারি

দোলের পরদিন: ৪ মার্চ

হরিচাঁদ ঠাকুর জন্মদিন: ১৭ মার্চ

ইদ-উল-ফিতরের আগের দিন: ২০ মার্চ

ইদুজ্জোহার আগের দিন: ২৬ মে

রথযাত্রা: ১৬ জুলাই

ফাতেহা-দোয়াজ-দাহাম: ২৬ অগস্ট

রাখিবন্ধন: ২৮ অগস্ট

বিশ্বকর্মা পুজো: ১৭ সেপ্টেম্বর

দুর্গাপুজো: চতুর্থী–লক্ষ্মীপুজোর পরদিন (১৫–২৬ অক্টোবর)

কালীপুজো (অতিরিক্ত): ৯–১০ নভেম্বর

ভ্রাতৃদ্বিতীয়ার পরদিন: ১২ নভেম্বর

ছটপুজো (অতিরিক্ত): ১৬ নভেম্বর

বিশেষ ছুটি

ইস্টার স্যাটারডে (খ্রিস্টান সম্প্রদায়): ৪ এপ্রিল

হুল দিবস (সাঁওতাল সম্প্রদায়): ৩০ জুন

দার্জিলিং ও কালিম্পং: ভানু ভক্ত জন্মজয়ন্তী (১৩ জুলাই)

 

Read more!
Advertisement
Advertisement