Advertisement

Lakshmir Bhandar Application Status: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে, আবেদন করেছেন? স্টেটাস চেক করুন এই ভাবে

বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। ১২ ফেব্রুয়ারি বুধবার রাজ্যের বাজেট পেশ করা হবে। তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে এটাই। এদিকে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে পূর্ণাঙ্গ বাজেটে কোন কোন খাতে রাজ্য বিশেষ নজর দেয়, তার দিকে সকলেরই নজর রয়েছে। জল্পনা চলছে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবাভাতা, বাংলার বাড়ির মতো চলমান প্রকল্পগুলিতে বাড়তে পারে বরাদ্দ। স্রেফ তাই নয়, ভোটের কথা মাথায় রেখে নতুন সামাজিক প্রকল্পও ঘোষণা হতে পারে।

  লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আবেদন করেছেন ? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আবেদন করেছেন ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2025,
  • अपडेटेड 2:10 PM IST

বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। ১২ ফেব্রুয়ারি বুধবার রাজ্যের বাজেট  পেশ করা হবে। তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে এটাই। এদিকে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে পূর্ণাঙ্গ বাজেটে কোন কোন খাতে রাজ্য বিশেষ নজর দেয়, তার দিকে সকলেরই নজর রয়েছে। জল্পনা চলছে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবাভাতা, বাংলার বাড়ির মতো চলমান প্রকল্পগুলিতে বাড়তে পারে বরাদ্দ। স্রেফ তাই নয়, ভোটের কথা মাথায় রেখে নতুন সামাজিক প্রকল্পও ঘোষণা হতে পারে।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গ  সরকারের পক্ষ থেকে চালু করা লক্ষীর ভান্ডার প্রকল্প মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্যে একটি বড় পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে আর্থিক সহায়তা পান। তবে এবার মিলতে পারে দারুণ খবর! এবার থেকে ১০০০ টাকা নয় বরং ২০০০ টাকার আর্থিক সাহায্য পেতে পারেন রাজ্যের মহিলারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে চলতি বছর আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করতে পারেন। ১০০০ টাকার পরিবর্তে এবার ২০০০ টাকার সাহায্য পাবেন মহিলারা।

লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে যে, এবার নাকি এই প্রকল্পে আরো বাড়তে পারে ভাতার পরিমান। অনেকে ধারণা করছেন যে, ভবিষ্যতে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা ১৫০০ টাকা থেকে একেবারে ২০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে  এই প্রকল্প মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক হতে পারে। প্রসঙ্গত গত বিধানসভা ও লোকসভা নির্বাচনের  সময়ে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজনীতি ময়দানে একটি বড় পদক্ষেপ হিসেবে উঠে এসেছিল।

আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আবেদন করেছেন তবে এবার নিজেই দেখে নিতে পারবেন আবেদনপত্রের স্টেটাস। জানতে পারবেন কবে পাবেন টাকা। উল্লেখ্য, নবম দুয়ারে সরকার শেষ হয়েছে ১ ফেব্রুয়ারি । মানুষ নানা সরকারি পরিষেবা পেতে কদিন ধরে সরকার নির্দিষ্ট ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করেছেন ও জমা দিয়েছেন। এবার সেসব ফর্ম খতিয়ে দেখে সংশ্লিষ্ট পরিষেবার পদ্ধতি-সংক্রান্ত পদক্ষেপ নেবেন সরকারি আধিকারিকরা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা ও তপশিলি বাদে অন্যরা প্রতি মাসে ১০০০টাকা সরকারি অনুদান পেয়ে থাকেন। এখন, যাঁরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পেতে আবেদন করেছেন, তাঁরা সহজেই দেখে নিতে পারবেন, তাঁদের আবেদনপত্রের বর্তমান অবস্থা। আবেদন গৃহীত হয়েছে কি না, সেই স্ট্যাটাসও জেনে নিতে পারবেন।

Advertisement

কী করতে হবে?
আবেদন যাঁরা করেছেন, তাঁরা নিশ্চয়ই আধার নম্বর, স্বাস্থ্য সাথী কার্ডের নম্বর, মোবাইল নম্বরের মতো তথ্যাদি জমা দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিশেষ অ্যাপ্লিকেশন আই ডি ক্যাম্প থেকে পেয়েছেন। এবার  প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন https://socialsecurity.wb.gov.in/। পেজটি খুললে ডানদিকে উপরে দেখতে পাবেন লেখা আছে Track applicant Status। এর উপরে ক্লিক করলে সার্চ ইউজিং বলে একটি বিকল্প দেখতে পাবেন। এবং সেখানে Application Id/Mobile No./Swasthyasathi Card No./Aadhaar No.- এই চারটি বিকল্প দেওয়ার নির্দিষ্ট জায়গা দেখাবে। এবার আপনার পছন্দ মতো বিকল্পটি দেবেন। ধরুন আপনি নিজের মোবাইল নম্বর যেটি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মে লিখে দিয়েছেন, সেটি নির্দিষ্ট জায়গায় দিলেন। পাশেই দিতে হবে ক্যাপচা কোড। নির্দিষ্ট ক্যাপচা কোডটি লিখে সার্চ করলেই নয় সংখ্যার আপনার অ্যাপ্লিকেশন আই ডি-টি দেখতে পাবেন। সঙ্গে দেখে নিতে পারবেন আপনার আবেদন পত্র কবে জমা হয়েছে এবং আবেদনপত্রের বর্তমান স্টেটাস কী। আবেদনপত্র রিভিউয়ের পর ফর্মটি নির্ভুল হলে, আপনি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন।
 

Read more!
Advertisement
Advertisement