Advertisement

Bike-Taxis: এবার বিমানের মতো বাইক-ট্যাক্সিতেও লাগেজ নিয়ে নির্দেশিকা, মানতে হবে ৩ নিয়ম

অ্যাপ-নির্ভর বাইক-ট্যাক্সি পরিষেবায় যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ওলা, উবের, র‍্যাপিডো-র মতো পরিষেবায় যাত্রীদের লাগেজের ওজন ও আকারে এবার বিধিনিষেধ জারি করা হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2025,
  • अपडेटेड 1:20 PM IST
  • অ্যাপ-নির্ভর বাইক-ট্যাক্সি পরিষেবায় যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর।
  • ওলা, উবের, র‍্যাপিডো-র মতো পরিষেবায় যাত্রীদের লাগেজের ওজন ও আকারে এবার বিধিনিষেধ জারি করা হয়েছে।

অ্যাপ-নির্ভর বাইক-ট্যাক্সি পরিষেবায় যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ওলা, উবের, র‍্যাপিডো-র মতো পরিষেবায় যাত্রীদের লাগেজের ওজন ও আকারে এবার বিধিনিষেধ জারি করা হয়েছে।

যাত্রীদের সঙ্গে সর্বাধিক ১০ কেজির ব্যাগ বহন করা যাবে। ব্যাগের দৈর্ঘ্য ৩৬ সেন্টিমিটার এবং পাশে ঝোলানো অংশ ১৫ সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে। ভারী বা বড় ব্যাগ ঝুঁকিপূর্ণ, বাইকের ভারসাম্য নষ্ট হতে পারে বা অন্য যানবাহন ও পথচারীদের বিপদে ফেলতে পারে। রাজ্যের একাধিক দুর্ঘটনার অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত। বিশেষত শহর ও শহরতলিতে সম্প্রতি ঘটে যাওয়া কিছু দুর্ঘটনার কারণে উদ্বেগে প্রশাসন।

সমস্ত বাইক-ট্যাক্সিকে এবার থেকে হলুদ নম্বর প্লেট ব্যবহার করতে হবে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এই নিয়ম কার্যকরভাবে নজরদারির জন্য। নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক পরিবহণ আধিকারিক বলেন, 'অনেক সময় যাত্রীরা চালকের অনিচ্ছা সত্ত্বেও ভারী লাগেজ নিয়ে বাইকে ওঠেন, ফলে বিপদের আশঙ্কা থেকে যায়।' অ্যাপ সংস্থাগুলোকেও জানিয়ে দেওয়া হয়েছে এই নিয়ম মানার বাধ্যবাধকতা রয়েছে।

সূত্রের খবর, পথ নিরাপত্তা সপ্তাহে এই নিয়মগুলি প্রচারে জোর দেওয়ার নির্দেশও পাঠানো হয়েছে প্রতিটি জেলায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাইক-ট্যাক্সি চালকদের পাশাপাশি অ্যাপ পরিষেবা সংস্থাগুলোকেও এই নির্দেশ মানতে হবে। যাত্রীসুরক্ষা ও পথ নিরাপত্তার স্বার্থেই এই উদ্যোগ নিয়েছে পরিবহণ বিশেষজ্ঞেরা। তবে এই নিময় কতটা মানা হবে, সেটাই এখন দেখার। 

 

Read more!
Advertisement
Advertisement