Advertisement

SIR Documents: বাংলায় SIR, কী কী নথি সঙ্গে রাখতেই হবে? আরেকবার মিলিয়ে নিন

এবার বাংলায় শূরু হতে চলেছে এসআইআর (SIR)। স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ, ভোটার তালিকার নিবিড় সংশোধনের এই প্রক্রিয়া বাংলায় শুরু হলে, কী কী ডকুমেন্ট (Documents Needed For SIR) সঙ্গে রাখতে হবে? সেটাই এখন বড় প্রশ্ন সাধারণ মানুষের মনে। মূলত মৃত ভোটার, বাসস্থান পরিবর্তন, দুই জায়গায় নাম থাকা ভোটারদের নাম তালিকা (Voter List) থেকে বাদ দেওয়ার জন্যই শুরু হয়েছে এই কাজ।

এবার বাংলাতে SIRএবার বাংলাতে SIR
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2025,
  • अपडेटेड 12:41 PM IST
  • বিহারের পর এবার বাংলায় হবে SIR
  • নথি জমা দিতে না পারলে নাম বাদ পড়তে পারে ভোটার তালিকা থেকে

এবার বাংলায় শূরু হতে চলেছে এসআইআর (SIR)। স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ, ভোটার তালিকার নিবিড় সংশোধনের এই প্রক্রিয়া বাংলায় শুরু হলে, কী কী ডকুমেন্ট (Documents Needed For SIR) সঙ্গে রাখতে হবে? সেটাই এখন বড় প্রশ্ন সাধারণ মানুষের মনে। মূলত মৃত ভোটার, বাসস্থান পরিবর্তন, দুই জায়গায় নাম থাকা ভোটারদের নাম তালিকা (Voter List) থেকে বাদ দেওয়ার জন্যই শুরু হয়েছে এই কাজ।

এসআইআরের জন্য কী কী ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে?
বাংলার আগে বিহারে এসআইআর হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মূলত ১১টি নথি লেগেছে নাগরিকদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (West Bengal State election Commission) দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এনুম্যারেশন বা গণনা ফর্মের সঙ্গে বিহারের মতোই ১১টি নথির প্রয়োজন পড়বে ৷ কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই ১১টি নথির মধ্যে যে কোনও একটি বা দু’টি বা তার বেশি নথি দিয়ে বা গণনা ফর্ম পূরণ করতে হবে ৷ অর্থাৎ, এনুম্যারেশন ফর্মের সঙ্গে জমা দিতে হবে ৷ 

ভোটার তালিকা সংশোধন

কী কী লাগবে?

  • যেকোনও পরিচয়পত্র/কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার/রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী/পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার ৷
  • ০১.০৭.১৯৮৭ আগের সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাংক/ডাকঘর/ভারতীয় জীবন বিমা নিগম/রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনও পরিচয়পত্র/শংসাপত্র/নথি ৷
  • উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট ৷
  • পাসপোর্ট ৷
  • স্বীকৃত পর্ষদ/বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট/শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৷
  • রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র ৷
  • বনভূমি অধিকার শংসাপত্র ৷
  • উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়/তফসিলি জাতি/তফসিলি উপজাতি বা অন্য কোনও জাতিগত সংশাপত্র ৷
  • জাতীয় নাগরিক পঞ্জি (NRC) (যাদের ক্ষেত্রে হয়েছে) ৷
  • রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পারিবার পঞ্জি (ফ্যামিলি রেজিস্টার) ৷
  • কোনও জমি/বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি/বাড়ির দলিল ৷

পরের বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (West Bengal Legislative Election) র‍য়েছে। তার আগে এই ভোটার তালিকা সংশোধন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক লড়াই শুরু হয়ে গিয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinomul Congress) তীব্র বিরোধিতা শুরু করে দিয়েছে। পাশাপাশি সিপিএম (CPM), কংগ্রেসও (Indian National Congress) এর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু করে দিয়েছে। তবে নিজেদের অবস্থানে এখনও অনড় নির্বাচন কমিশন। ফলে গোটা দেশের মতো বাংলাতেও ভোটার তালিকা সংশোধন হবে।  

Read more!
Advertisement
Advertisement