Advertisement

NPS Vatsalya Scheme: এবার শিশুদেরও আজীবন মোটা টাকা পেনশন, কেন্দ্রের NPS বাত্‍সল্য স্কিম লঞ্চ, কত টাকা-কীভাবে জমাবেন? সব তথ্য

মোদী সরকার তৃতীয়বার (Modi 3.0) ক্ষমতায় আসার পরে ২০২৪-২৫ বাজেটে  NPS Vatsalya scheme-এর ঘোষণা করে। NPS Vatsalya scheme অনুযায়ী, এই যোজনার যাঁরা সাবস্ক্রিপশন নিলে ১৮ বছরের কম বয়সী ছেলে-মেয়েরা পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর (PRAN) কার্ড পাবে। যার নির্যাস, শিশুদের পেনশন পাকা। আর কোনও চিন্তা নেই। ভবিষ্যতে পেনশন গ্যারান্টি।

এনপিএস বাত্‍সল্য
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Sep 2024,
  • अपडेटेड 11:48 AM IST
  • এনপিএস বাত্‍সল্য স্কিম (NPS Vatsalya scheme) কী?
  • কীভাবে এই অ্যাকাউন্টে মা-বাবা বিনিয়োগ করবেন?
  • NPS Vatsalya scheme-এর লাভ কী?

নাবালক সন্তানেরও এবার পেনশনের ব্যবস্থা হয়ে যাচ্ছে। কেন্দ্রের নতুন প্রকল্প ন্যাশনাল পেনশন বাত্‍সল্য স্কিম বা NPS Vatsalya scheme।  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) আজ অর্থাত্‍ বুধবার NPS Vatsalya scheme লঞ্চ করছেন। চতি বছরের জুলাই মাসে বাজেটে (Budget 2024) এই স্কিমের কথা উল্লেখ করেছিল মোদী সরকার।  NPS Vatsalya স্কিমের মূল উদ্দেশ্য হল, নাবালক সন্তানের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)-র নিয়ন্ত্রণে থাকছে এই  NPS Vatsalya scheme।

এনপিএস বাত্‍সল্য স্কিম (NPS Vatsalya scheme) কী?

মোদী সরকার তৃতীয়বার (Modi 3.0) ক্ষমতায় আসার পরে ২০২৪-২৫ বাজেটে  NPS Vatsalya scheme-এর ঘোষণা করে। NPS Vatsalya scheme অনুযায়ী, এই যোজনার যাঁরা সাবস্ক্রিপশন নিলে ১৮ বছরের কম বয়সী ছেলে-মেয়েরা পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর (PRAN) কার্ড পাবে। যার নির্যাস, শিশুদের পেনশন পাকা। আর কোনও চিন্তা নেই। ভবিষ্যতে পেনশন গ্যারান্টি।

কীভাবে এই অ্যাকাউন্টে মা-বাবা বিনিয়োগ করবেন?

এনপিএস বাত্‍সল্য যোজনায় বিনিয়োগে কমপাউন্ড বা চক্রবৃদ্ধি হারে সুদ মিলবে। সন্তানের জন্মের পরে বা সন্তানের বয়স ১৮ বছরের নীচে হলে মা-বাবারা এই স্কিমে টাকা বিনিয়োগ করলে সন্তান আজীবন পেনশন পাবেন। সন্তানের নামে এই বিনিয়োগে ন্যূনতম অঙ্ক বছরে ১ হাজার টাকা। যাতে সব অর্থনৈতিক স্তরের পরিবারের সুবিধার্থেই এই স্কিমের বিনিয়োগ অঙ্ক স্থির রা হয়েছে।

NPS Vatsalya scheme-এর লাভ কী?

কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, মা-বাবা বা শিশুর অভিভাবক এই স্কিমে বিনিয়োগ করে পারেন। ভারতীয় ও অনাবাসী ভারতীয়রাও এই সুবিধা পাবেন। ১৮ বছরের কম বয়সের কিশোর-কিশোরীর নামে NPS-বাত্‍সল্য স্কিমে অ্যাকাউন্ট খোলা যাবে। এই স্কিমে চক্রবৃদ্ধি হারে লাভ মিলবে। যে দিন অ্যাকাউন্ট খোলা হবে, সেই তারিখ থেকে ৩ বছর জমানো টাকার একটা অংশতোলা যাবে। শিশুর নামে জমানো ওই টাকার ২৫ শতাংশ পর্যন্ত তোলা যাবে।

Advertisement

সন্তানের বয়স ১৮ বছর হয়ে গেলে কী হবে ওই অ্যাকাউন্টের?

NPS Vatsalya স্কিমে সন্তানের বয়স ১৮ পেরিয় গেলেও চলতে থাকবে। ১৮ বছর পর তা রেগুলার NPS অ্যাকাউন্ট হয়ে যাবে। 
 


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement