
ভারতের লাইফলাইন হল লোকাল ট্রেন। কম পয়সায় এই পরিবহণ সাধারণ মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। গ্রাম, শহরতলি থেকে আসা যায় শহরে। আবার কাজ শেষে ফিরেও যাওয়া যায়। তাই দেশের একটা বড় অংশের জনগণ যাতায়াতের জন্য লোকাল ট্রেনের উপর নির্ভরশীল।
প্রসঙ্গত, লোকাল ট্রেনে অনেকেই মান্থলি নিয়ে ওঠেন। ঠিক তেমনই কিছু মানুষ দিনের দিনও কাটেন টিকিট। আর দিনের দিন টিকিট কাটা অনেকেই আবার রিটার্ন টিকিট কেটে নেন। এই টিকিট কাটা থাকলে গন্তব্য স্টেশন থেকে ফেরার সময় আর টিকিট কাটার ঝক্কি পোহাতে হয় না।
তবে অনেকেই এটা জানেন না যে রিটার্ন টিকিটের ভ্যালিডিটি থাকে ঠিক কতদিন? আজ কাটলে আজই ফিরতে হয়, নাকি পরের দিনও অনায়াসে ফেরা যায় এই টিকিট নিয়ে? আর সেই প্রশ্নেরই উত্তর জানান হল নিবন্ধটিতে।
কতদিন থাকে ভ্যালিডিটি?
না, আজ রিটার্ন টিকিট কেটে আজই ফেরার প্রয়োজন নেই। বরং আপনি যে দিন টিকিট কেটেছেন, তার পরের দিনও ফিরতে পারেন। এক্ষেত্রে পরের দিন রাত ১২টা পর্যন্ত ফেরার জন্য টিকিট বৈধ থাকবে। এটাই নিয়ম।
তবে অনেক ক্ষেত্রে এই নিয়মেও ছাড় রয়েছে। যেমন ধরুন, আপনি যে দিন টিকিট কাটলেন, তারপরের দিন যদি রবিবার বা ছুটির দিন হয়, তবে সেই দিনটির পরের ‘ওয়ার্কিং ডে’ বা কর্মদিবস অবধি রিটার্ন টিকিটটি ভ্যালিড থাকবে। তবে ছুটির এই ছাড় রেলের সব জোনে প্রযোজ্য নয় বলেই খবর। তাই যেখানে টিকিট কাটছেন, সেই জোনের নিয়মটা জেনে নিন।
আরও কিছু নিয়ম জেনে রাখুন
১. লোকাল ট্রেনের টিকিট কেটে যতক্ষণ খুশি স্টেশনে বসে থাকা যায় না। বরং আপনাকে টিকিট কাটার ১ ঘণ্টার মধ্যেই ট্রেনে উঠতে হবে। নইলে ফাইন দিতে হতে পারে।
২. টিকিট কাটার জন্য এখন আর কাউন্টারে লাইন দেওয়ার প্রয়োজন নেই। বরং আপনি চাইলে অনায়াসে UTS অ্যাপের মাধ্যমে টিকিট কেটে নিতে পারেন। তাতে লাইন দিতে হবে না। মোবাইলেই ভ্যালিড টিকিট দেখাতে পারবেন।
৩. তবে ইউটিএস অ্যাপে টিকিট টাকলে কিন্তু সেই টিকিট বাতিল করা যায় না।