
ATM Card আমাদের নিত্যদিনের ব্যবহারের জিনিস। এটি ব্যবহার করেই আমরা ব্যাঙ্কে থাকা টাকা তুলি। তবে মুশকিল হল, কিছু মানুষ অভিযোগ করেন যে এটিএম ব্যবহারের সময় তারা হাতে টাকা পাননি। কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গিয়েছে। আর এমন পরিস্থিতিতে যদি পড়েন, তখন করবেন কী? প্রথমেই বলব, এমন অবস্থায় পড়লে প্রথমে ঘাবড়ে যাবেন না। বরং জেনে নিন কী কী কারণে এটা হতে পারে। আর হলেই বা কী করবেন।
কেন হয় এমন সমস্যা?
এই সমস্যা হওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। যেমন ধরুন-
১. টেকনিক্যাল কারণ
অনেক সময় ব্যাঙ্কের মেশিনে কিছু সমস্যা থাকে। তখন টাকা বেরয় না। কিন্তু অ্যাকাউন্ট থেকে ডিডাকশন হয়ে যায়। এমন পরিস্থিতিতে আপনার অ্যাকাউন্টে নিজের থেকেই টাকা ক্রেডিটেড হয়ে যাওয়ার কথা। তাই চিন্তার খুব একটা কারণ নেই।
২. টাকা না থাকার সমস্যা
কিছু ক্ষেত্রে এটিএম-এ টাকা থাকে না। তখন আপনি টাকা তুলতে চাইলে সমস্যা হতে পারে। এমন ক্ষেত্রে কেটে যেতে পারে টাকা। কিন্তু টাকা বেরতে না পারে। তবে এক্ষেত্রেও অটো ক্রেডিট হয়ে যাবে টাকা। নো টেনশন।
৩. ফ্রড হতে পারে
অনেক ক্ষেত্রেই আপনার অজান্তে ফ্রড বা জালিয়াতি হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে টাকা না বেরলেও কেটে যেতে পারে অ্যাকাউন্ট থেকে। তাই এই বিষয়টা মাথায় রাখুন।
কী করবেন?
এই অবস্থায় কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। যেমন ধরুন-