Advertisement

Sir Rules: ২০০২-এর ভোটার লিস্টে মা-বাবারও নাম না থাকলে কী হবে? SIR-এর নিয়মটি রইল

বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। এর মাধ্যমে মৃত ভোটার, ভুঁয়ো ভোটার এবং অন্য রাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী ভোটারদের নাম বাদ দেওয়া হবে। উল্টোদিকে সঠিক ভোটারদের নাম তোলা হবে বলেই জানিয়েছেন দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর এই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হচ্ছে।

Sir এর নিয়ম জানুনSir এর নিয়ম জানুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Oct 2025,
  • अपडेटेड 1:01 PM IST
  • বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন
  • ২০০২ সালের ভোটার লিস্টে কারও নিজের বা বাবা-মায়ের নাম না থাকে, তাহলে কী করবেন
  • এক্ষেত্রে কি নাম বাদ যাবে নাকি অন্য কোনও রাস্তাও রয়েছে?

বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। এর মাধ্যমে মৃত ভোটার, ভুঁয়ো ভোটার এবং অন্য রাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী ভোটারদের নাম বাদ দেওয়া হবে। উল্টোদিকে সঠিক ভোটারদের নাম তোলা হবে বলেই জানিয়েছেন দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর এই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হচ্ছে।

প্রসঙ্গত, চলতি SIR-এ নিয়ে তাঁদের কোনও ভয় নেই, যাঁদের ২০০২ সালে বাংলায় হওয়া ভোটার তালিকায় নাম রয়েছে। সেখানে নাম থাকলে এ বার কোনও নথি জমা করার প্রয়োজন নেই। এমনকী সেই ভোটার লিস্টে বাবা-মায়ের নাম থাকলেও নেই কোনও সমস্যা। সেই তালিকার প্রতিলিপি জমা দিলেই নাম থাকবে এবারের ভোটার তালিকায়।

তবে মুশকিল হল, ২০০২ সালের ভোটার লিস্টে কারও নিজের বা বাবা-মায়ের নাম না থাকে, তাহলে কী করবেন? এক্ষেত্রে কি নাম বাদ যাবে নাকি অন্য কোনও রাস্তাও রয়েছে? আর সেই প্রশ্নের উত্তর রইল নিবন্ধটিতে।

কী করবেন?

প্রথমত ভয় পাবেন না। বরং মাথা ঠান্ডা রেখে নির্বাচন কমিশনের বলে দেওয়া ১১টি নথিগুলির মধ্যে যেগুলি পাবেন, সেগুলি জোগার করুন। এই নথিগুলিই কিন্তু ভোটে নাম তোলার ক্ষেত্রে কাজে লাগবে।

কোন কোন নথি লাগবে?

  • কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনও পরিচয় পত্র।
  • অবসরপ্রাপ্তরা পেনশন পেমেন্ট অর্ডার দেখাতে পারেন নথি হিসাবে ৷
  • ০১.০৭.১৯৮৭ আগের সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাঙ্ক, পোস্ট অফিস, ভারতীয় জীবন বিমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থার থেকে দেওয়া যে কোনও পরিচয়পত্র, শংসাপত্র বা নথি ৷
  • উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট ৷
  • পাসপোর্ট ৷
  • স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয়ের দেওয়া ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৷
  • রাজ্যের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র৷
  • বনভূমি অধিকার শংসাপত্র ৷
  • উপযুক্ত কর্তৃপক্ষের তরফে দেওয়া অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্য কোনও জাতিগত শংসাপত্র ৷
  • জাতীয় নাগরিক পঞ্জি (NRC) -এর নথি৷
  • রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা ফ্যামিলি রেজিস্টারের তথ্য৷
  • সরকারের তরফে কোনও জমি, বাড়ি বরাদ্দের শংসাপত্র বা দলিল ৷

তাই এখন থেকেই এই নথিগুলি খুঁজুন। এগুলির মধ্যে কোনও একটি অন্তত রাখুন হাতের কাছে।

তবে এই নথিগুলির মধ্যে একটিও না থাকলে নিজেকে ভারতীয় প্রমাণ করা যায়, এমন কোনও একটা ডকুমেন্ট খুঁজতে হবে। এরপর নির্বাচন আধিকারিক আপনাকে শুনানিতে ডাকতে পারেন। তিনিই সিদ্ধান্ত নেবেন চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম থাকবে কি না।

 

Read more!
Advertisement
Advertisement