Advertisement

SIR Hearing Document List: SIR হিয়ারিংয়ে যাবেন কী কী ডকুমেন্ট নিয়ে? আগেভাগে জেনে নিন

বাংলায় SIR প্রক্রিয়া মোটামুটি শেষের পথে। এখন চলছে শুনানি পর্ব। এই পর্বে কিছু সন্দেহ হলেই ভোটারদের ডাকছে কমিশন। এক্ষেত্রে যাঁদের নিজের বা মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদার নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তাঁদের ডাকা হচ্ছে। পাশাপাশি বাবা-মায়ের বয়সের তফাত ১৫ বছরের বেশি, নামের বানানে বড়সড় ভুল সহ একাধিক কারণেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আর শুনানির নোটিস আসার পরই অনেকে ভয় পেয়ে যাচ্ছেন। তাঁরা বুঝতে পারছেন না ঠিক কোন কোন নথি নিয়ে যাওয়া উচিত হিয়ারিংয়ে। আর আপনার মনেও যদি এই প্রশ্ন থাকে, তাহলে এই নিবন্ধটি পড়ে নিন। 

SIR হিয়ারিংSIR হিয়ারিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2026,
  • अपडेटेड 1:36 PM IST
  • বাংলায় SIR প্রক্রিয়া মোটামুটি শেষের পথে
  • এই পর্বে কিছু সন্দেহ হলেই ভোটারদের ডাকছে কমিশন
  • ঠিক কোন কোন নথি নিয়ে যাওয়া উচিত হিয়ারিংয়ে

বাংলায় SIR প্রক্রিয়া মোটামুটি শেষের পথে। এখন চলছে শুনানি পর্ব। এই পর্বে কিছু সন্দেহ হলেই ভোটারদের ডাকছে কমিশন। এক্ষেত্রে যাঁদের নিজের বা মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদার নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তাঁদের ডাকা হচ্ছে। পাশাপাশি বাবা-মায়ের বয়সের তফাত ১৫ বছরের বেশি, নামের বানানে বড়সড় ভুল সহ একাধিক কারণেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আর শুনানির নোটিস আসার পরই অনেকে ভয় পেয়ে যাচ্ছেন। তাঁরা বুঝতে পারছেন না ঠিক কোন কোন নথি নিয়ে যাওয়া উচিত হিয়ারিংয়ে। আর আপনার মনেও যদি এই প্রশ্ন থাকে, তাহলে এই নিবন্ধটি পড়ে নিন। 

২০০২ ভোটার লিস্টে নিজের বা পরিবারের কারও নাম থাকলে...
অনেকেরই নিজের বা পরিবারের সদস্যদের নাম রয়েছে ২০০২ সালের ভোটার লিস্টে। তবে কোনও কারণে তাঁরা ডাক পেয়েছেন শুনানিতে। আর এমন পরিস্থিতিতে ২০০২ সালের ভোটার লিস্ট সঙ্গে করে উপস্থিত হতে হবে শুনানি কেন্দ্রে। তাহলে আর সমস্যা নেই। আপনাদের খুব সহজেই ম্যাপ করে দিতে পারবে কমিশন। 
 
এই সব ডকুমেন্ট থাকা মাস্ট
SIR শুরুর সময়ই কমিশনের পক্ষ থেকে একটা ডকুমেন্ট লিস্ট ঘোষণা করা হয়েছিল। আর সেই লিস্ট অনুযায়ী ডকুমেন্ট আপনার সঙ্গে রাখতে হবে। এই ডকুমেন্টগুলি হল-

  • ১৯৮৭ সালের আগের ব্যাঙ্ক, পোস্ট অফিস বা LIC-এর নথি
  • সরকারি চাকরির কোনও আইডি কার্ড
  • বার্থ সার্টিফিকেট
  • পাসপোর্ট
  • মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • ফরেস্ট রাইট সার্টিফিকেট
  • SC, ST, OBC সার্টিফিকেট
  • স্থানীয় প্রশাসনের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট
  • NRC-এর সার্টিফিকেট
  • পারিবারিক রেজিস্টার
  • সরকারের দেওয়া জমি, বাড়ির দলিল
  • আধার কার্ড

তাই এই সব নথির মধ্যে থেকে এক বা একাধিক নথি জোগার করুন। তাতেই কাজ হবে। দেখবেন আপনার নাম থাকবে ফাইনাল ভোটার লিস্টে।

মাধ্যমিকের অ্যাডমিট চলবে না...
অনেকেই SIR শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে আসছেন। তবে এখন আর সেই ভুল করবেন না। কারণ, কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট SIR নথি হিসেবে গৃহীত হবে না। তাই এই ভুলটা করে আর লাভ নেই। 

তার বদলে মাধ্যমিক বা তার উচ্চতর ডিগ্রির সার্টিফিকেট সঙ্গে রাখুন। তাহলেই দেখবেন কাজ হবে। অনায়াসে উঠে যাবে নাম।

পরিশেষে বলি, শুনানির দিন অবশ্যই হাজির থাকার চেষ্টা করুন। এটাই হল প্রথম প্রায়োরিটি। তারপর অন্য কাজ। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement