
iPhone 17 রিলিজ করেছে। একসময় Apple প্রোডাক্ট শুধুমাত্র ধনীদের হাতেই দেখা যেত। কিন্তু আজকাল তুলনামূলকভাবে কম আয়ের মানুষদের মধ্যেও Apple এর প্রতি আকর্ষণ বাড়ছে। এত দাম সত্ত্বেও তাঁরা এত আইফোন কিনছেন কেন?
১. সহজ কিস্তি ও EMI
গত কয়েক বছরে EMI এর চল বেড়েছে। iPhone 17 এর মতো প্রিমিয়াম ফোন এখন ইএমআইতেই কেনা যায়। ফলে শখ পূরণ করতে অনেকেই এই রাস্তা বেছে নিচ্ছেন।
২. স্ট্যাটাস ও সোশ্যাল মিডিয়া
আইফোন সবার হাতে। তবুও এখনও এটি ভারতের অনেক জায়গাতেই 'স্ট্যাটাস সিম্বল' হিসাবে দেখা হয়। কম আয়ের মানুষজনও চাইছেন ফোনের মাধ্যমে পরোক্ষভাবে সামাজিক সম্মান পেতে। অনেকটা মধ্যবিত্তের প্রথম চার চাকা গাড়ি কেনার মতো। তাছাড়া সোশ্যাল মিডিয়ারও একটা প্রভাব রয়েছে।
৩. ডিসকাউন্ট ও ফেস্টিভ অফার
উৎসবের মরসুমে ডিসকাউন্ট, ক্যাশব্যাক, নো কস্ট EMI ইত্যাদি অফার আসে। ফলে অনেকে সেই অফরারে লোভে কিনছেন।|
৪. রিফার্বিশড ও সেকেন্ড হ্যান্ড মার্কেটও বেড়়েছে
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভারতে রিফার্বিশড ফোন কেনার প্রবণতা বেড়েছে। সেই বাজারে iPhone এর জনপ্রিয়তা যথেষ্ট বেশি।
৫. অ্যাপেলের প্রোডাক্ট বেশিদিন টেকে
ভারতে সিংহভাগ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কম্পিউটিং, ডেটা ম্যানেজমেন্ট, এন্টারটেইনমেন্ট, গেমিং সবই একটি ফোনের মধ্য়েই নির্ভরশীল। ফলে একটি ভাল ফোনে বিনিয়োগ করাটাই স্বাভাবিক। এখন মানুষ দেখছেন, কম দামের ফোন কিনে এক, দুই বছর অন্তর বদলানোর থেকে একটি ভাল ফোন কিনে সেটা সাত, আট বছর চালানোই শ্রেয়। আর সেই কারণেই আইফোন, স্যামসাংয়ের দামি মডেলের দিকে ঝুঁকছেন তাঁরা। কারণ এই ফোনগুলির বিল্ড ও স্পেসিফিকেশন ভাল হওয়ায় বেশিদিন টেকে। তাছাড়া এই ফোনগুলি অনেক বেশি সিকিওরও বটে।
তাই কে কী ভাবছে ভাববেন না। আপনার যদি সত্যিই রোজকার ব্যবহারের জন্য ভাল ফোনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কিনুন। কিন্তু শুধুমাত্র স্ট্যাটাস বা সোশ্যাল মিডিয়ার প্রভাবে ফোন কেনাটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না।