Advertisement

Yamaha FZ-S Fi Hybrid: দেশের প্রথম হাইব্রিড বাইক বাজারে আসছে, দাম কেমন?

দুচাকার গাড়ি নির্মাতা ইয়ামাহা মোটর ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম হাইব্রিড মোটরসাইকেল Yamaha FZ-S Fi Hybrid লঞ্চ করল।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 11 Mar 2025,
  • अपडेटेड 1:29 PM IST
  • দুচাকার গাড়ি নির্মাতা ইয়ামাহা মোটর ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম হাইব্রিড মোটরসাইকেল Yamaha FZ-S Fi Hybrid লঞ্চ করল।
  • অত্যাধুনিক প্রযুক্তি ও স্টাইলিশ ডিজাইনের সংমিশ্রণে তৈরি এই বাইকটির প্রারম্ভিক মূল্য ১,৪৪,৮০০ টাকা (এক্স-শোরুম) নির্ধারণ করা হয়েছে।

দুচাকার গাড়ি নির্মাতা ইয়ামাহা মোটর ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম হাইব্রিড মোটরসাইকেল Yamaha FZ-S Fi Hybrid লঞ্চ করল। অত্যাধুনিক প্রযুক্তি ও স্টাইলিশ ডিজাইনের সংমিশ্রণে তৈরি এই বাইকটির প্রারম্ভিক মূল্য ১,৪৪,৮০০ টাকা (এক্স-শোরুম) নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে এই বাইকের অফিসিয়াল বুকিং, যা ইয়ামাহার অফিসিয়াল ওয়েবসাইট ও ডিলারশিপের মাধ্যমে করা যাবে।

কেমন এই হাইব্রিড মোটরসাইকেল?
দীর্ঘ প্রতীক্ষার পর ইয়ামাহার এই হাইব্রিড মোটরসাইকেল বাজারে এলো। যদিও কোম্পানি ইতিমধ্যেই দেশে হাইব্রিড স্কুটার বিক্রি করে, তবে এই প্রথমবার মোটরসাইকেলে হাইব্রিড প্রযুক্তি সংযোজন করা হয়েছে। বাইকটি দেখতে ইয়ামাহার আগের মডেলের মতোই, তবে এতে ইন্টিগ্রেটেড ফ্রন্ট টার্ন সিগন্যাল এবং আরও উন্নত অ্যারোডাইনামিক ডিজাইন রয়েছে।

শক্তিশালী ইঞ্জিন ও হাইব্রিড প্রযুক্তি
Yamaha FZ-S Fi Hybrid বাইকটিতে ১৪৯ সিসি ব্লু-কোর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা নতুন OBD-2B নির্গমন নিয়ম মেনে প্রস্তুত। এতে স্মার্ট মোটর জেনারেটর (SMG) এবং স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম (SSS) প্রযুক্তি রয়েছে। এর ফলে, ইঞ্জিন বন্ধ থাকলেও ক্লাচ ছাড়লেই স্বয়ংক্রিয়ভাবে বাইকটি চালু হয়ে যাবে। এছাড়া, নতুন প্রযুক্তির কারণে আগের তুলনায় মাইলেজ আরও উন্নত হবে।

বাইকটির আকৃতি ও ওজন
দৈর্ঘ্য: ২০০০ মিমি
প্রস্থ: ৭৮০ মিমি
উচ্চতা: ১০৮০ মিমি
গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ১৬৫ মিমি
ওজন: ১৩৮ কেজি
আসনের উচ্চতা: ৭৯০ মিমি
হুইলবেস: ১৩৩০ মিমি
স্মার্টফোন কানেক্টিভিটি ও আধুনিক ফিচার
FZ-S Fi হাইব্রিড মডেলে একটি 4.2-ইঞ্চি সম্পূর্ণ রঙিন TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যা Y-Connect মোবাইল অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে। এতে টার্ন-বাই-টার্ন (TBT) নেভিগেশন, গুগল ম্যাপস, রিয়েল-টাইম দিকনির্দেশনা সহ বিভিন্ন স্মার্ট ফিচার দেওয়া হয়েছে।

আরামদায়ক রাইডের জন্য নতুন ফিচার
দীর্ঘ ভ্রমণ আরও আরামদায়ক করতে হ্যান্ডেলবারের অবস্থান পরিবর্তন করা হয়েছে। হর্ন সুইচটি পুনঃস্থাপন করে সহজে ব্যবহারযোগ্য করা হয়েছে এবং নতুন এভিয়েশন-স্টাইল ফুয়েল ক্যাপ সংযোজন করা হয়েছে।

বাইকটি পাওয়া যাবে দুটি রঙে
রেসিং ব্লু
সায়ান মেটালিক গ্রে
সেফটি ও ব্রেকিং সিস্টেম
সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS)
সামনের দিকে ২৮২ মিমি ডিস্ক ব্রেক
পিছনে ড্রাম ব্রেক
সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন
পিছনে মনোশক সাসপেনশন
১৭ ইঞ্চি টিউবলেস টায়ার

 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement