বাজারে নতুন বাইক আনল Yamaha। ভারতে লঞ্চ হল Yamaha FZ X Hybrid। দাম ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
সম্প্রতি সংস্থা বাজারে Yamaha FZ-S Hybrid মডেলও এনেছিল। এবার সেই ট্রেন্ড বজায় রেখেই এল FZ X Hybrid। এই বাইকে আরও কিছু নতুন ফিচার যোগ হয়েছে। বাড়ানো হয়েছে মাইলেজ, পারফরম্যান্স ও কনভিনিয়েন্স।
চলুন দেখে নেওয়া যাক Yamaha FZ X Hybrid-এর ইঞ্জিন, ফিচার ও দাম সংক্রান্ত সমস্ত তথ্য।
FZ সিরিজের অন্যান্য বাইকের মতোই এই বাইকেও থাকছে ১৪৯ সিসি ফুয়েল-ইনজেকটেড, ৪-স্ট্রোক, SOHC, এয়ার-কুলড ইঞ্জিন।
ইঞ্জিনের সঙ্গে থাকছে ৫-স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিন থেকে পাওয়া যাবে সর্বোচ্চ ১২.৪ হর্সপাওয়ার @ ৭,২৫০ RPM। টর্ক মিলবে ১৩.৩ এনএম @ ৫,৫০০ RPM।
এই বাইকে থাকছে Smart Motor Generator (SMG) ও Stop & Start System (SSS)।
এতে গাড়ি স্টার্ট হবে আরও নিঃশব্দে।
ক্লাচ ছোঁয়া মাত্র ইঞ্জিন চালু হয়ে যাবে, ফলে বন্ধ থাকাকালীন জ্বালানি সাশ্রয় হবে।
অ্যাকসিলারেশনে ব্যাটারির সাহায্যও পাওয়া যাবে, যার ফলে পারফরম্যান্স আরও স্মুদ।
থাকছে ৪.২ ইঞ্চি ফুল-কালার TFT ডিসপ্লে।
Y-Connect অ্যাপের মাধ্যমে স্মার্টফোন কানেক্ট করা যাবে।
গুগল ম্যাপের সাহায্যে Turn-by-Turn Navigation।
আরও থাকছে Traction Control System ও Single Channel ABS।
ভারতে Yamaha FZ X Hybrid-এর দাম রাখা হয়েছে ১,৪৯,৯৯০ টাকা (এক্স-শোরুম)।
যদি কেউ নন-হাইব্রিড FZ X নিতে চান, তবে তার দাম ১,২৯,৯৯০ টাকা (এক্স-শোরুম)।
এই বাইকের ওজন ১৪১ কেজি। অর্থাৎ নন-হাইব্রিড মডেলের থেকে ২ কেজি বেশি। কারণ, নতুন টেকনোলজির জন্য অতিরিক্ত ওজন।
দেখতেও প্রায় একই রকম। ডিজাইনে খুব একটা পরিবর্তন নেই।
যারা মাইলেজ এবং স্মার্ট টেকনোলজি সমৃদ্ধ বাইক চান, তাঁদের জন্য Yamaha FZ X Hybrid হতে পারে দারুণ বিকল্প।
এই বাইক একদিকে যেমন ফুয়েল ইকনমি বাড়াবে, তেমনই আধুনিক স্মার্ট কানেক্টিভিটি দেবে।
স্মার্টফোন কানেক্টিভিটি
স্টপ & স্টার্ট সিস্টেম
উচ্চমানের মাইলেজ
শক্তিশালী ব্রেকিং সিস্টেম
অত্যাধুনিক ডিজাইন
ইয়ামাহার নতুন হাইব্রিড বাইক নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা তুঙ্গে। যারা নতুন প্রজন্মের ফিচার সমৃদ্ধ বাইক খুঁজছেন, তাঁদের নজর কাড়বে Yamaha FZ X Hybrid।