Advertisement

West Bengal Yuvasree Scheme: রাজ্য সরকার দিচ্ছে দেড় হাজার টাকা করে, কীভাবে মিলবে? রইল উপায়

সুবিধাভোগী প্রতি মাসে দেড় হাজার টাকা পাওয়ার অধিকারী। যুবশ্রী বেকার ভাতা শুধুমাত্র ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগীকে দেওয়া হবে, এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল ছাড়া অন্য কোনও আবেদন গ্রহণ করা হয় না।

যুবশ্রী প্রকল্প বা বেকারভাতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2023,
  • अपडेटेड 1:36 PM IST
  • যুবশ্রী প্রকল্পে মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হয়
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে

পশ্চিমবঙ্গ সরকারের নানা সামাজিক প্রকল্প রয়েছে। তার মধ্যে যুবশ্রী প্রকল্প (Yuvasree Scheme) অন্যতম। এই স্কিমের অধীনে রাজ্যে বেকার যুবক-যুবতীদের মাসে মাসে ভাতা দেয় সরকার। যা বেকারভাতা (Bekar Bhata) নামেও পরিচিত। বিশেষ করে যারা আর্থ-সামাজিকভাবে অনগ্রসর পরিবারের যুবক-যুবতীরা এই প্রকল্প থেকে আর্থিক সাহায্য পান। পশ্চিমবঙ্গের শ্রম দফতর যুবশ্রী প্রকল্প চালায়। শুধুমাত্র সেই সমস্ত যুবক, যারা সম্পূর্ণ বেকার তাঁরাই এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। যুবশ্রী প্রকল্পের অধীনে সুবিধাভোগী প্রতি মাসে দেড় হাজার টাকা পান।

কারা যোগ্য?

  • যুবশ্রী স্কিমটি ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে আবেদনকারীদের জন্য।
  •  
  • এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে।
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে বেকার হতে হবে এবং চাকরিপ্রার্থী হিসেবে তালিকাভুক্ত হতে হবে।

কীভাবে আবেদন করতে হবে?

  • যুবশ্রী স্কিমের জন্য আবেদন করার একমাত্র উপায় হল পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালের (www.employmentbankwb.gov.in) মাধ্যমে।
  • হোমপেজে Job seeker অপশনে ক্লিক করুন।
  • নতুন এনরোলমেন্ট জব সিকার হিসাবে নিজেকে রেজিস্টার করুন।
  • প্রয়োজনীয় তথ্য লিখুন (যেমন নাম, ঠিকানা, কাস্ট, জন্ম তারিখ ইত্যাদি)।
  • Submit অপশনে ক্লিক করুন।

আরও পড়ুন: PM Kisan Samman Nidhi Yojana Update: পিএম কিষাণের টাকা পাবেন না বহু কৃষক, আপনি নেই তো? তালিকায় নাম দেখুন এভাবে

কী কী নথি প্রয়োজন:

  • আবাসিক প্রমাণ
  • রেশন কার্ড
  • ভোটার আইডি
  • আধার কার্ড
  • পাসপোর্ট
  • জন্ম সার্টিফিকেট
  • সমস্ত পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট
  • কর্মসংস্থান ব্যাঙ্কের রেজিস্ট্রেশন কার্ড
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য
  • শারীরিক প্রতিবন্ধকতা শংসাপত্র (যদি প্রয়োজন হয়)
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
  • আয়ের শংসাপত্র
  • স্ব-ঘোষণা সার্টিফিকেট
  • বেকারত্ব শংসাপত্র

আবেদন জমা পড়ার পর যাচাই-বাছাই করার পরে সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। প্রতি মাসে নির্বাচিত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেকার ভাতার টাকা পাঠিয়ে দেওয়া হয়। সুবিধাভোগী প্রতি মাসে দেড় হাজার টাকা পাওয়ার অধিকারী। যুবশ্রী বেকার ভাতা শুধুমাত্র ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগীকে দেওয়া হবে, এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল ছাড়া অন্য কোনও আবেদন গ্রহণ করা হয় না।

Advertisement

আরও পড়ুন: WB OPD Ticket Booking Online: লম্বা লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই হাসপাতালের OPD-র টিকিট কাটুন; রইল পদ্ধতি

প্রয়োজনে কোথায় যোগাযোগ করবেন:

  • পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকার ভাতা প্রকল্প হেল্পলাইন নম্বর: 033 22376300
  • এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ হেল্পলাইন নম্বর: 033 22376300।
  • এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ হেল্পলাইন ইমেল আইডি: employment_bank_wb@wb.gov.in/ feedbackempbank@wb.gov.in
  • শ্রম দফতরের হেল্পলাইন নম্বর: 18001030009

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement