এবার গ্রাহকদের মাত্র ১০ মিনিটে খাবার পৌঁছে দেবে Zomato। সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও দীপিন্দর গোয়েল এই কথা জানিয়েছেন। ফলে গ্রাহকদের আরও সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
দীপিন্দর গোয়েল জানান, জোম্যাটো এখন থেকে গুণমান এবং ডেলিভারি পার্টনারের নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপোষ না করেই মাত্র ১০ মিনিটের মধ্যে পৌঁছে দেবে খাবার। তবে এর জন্য জেলিভারি পার্টনারদের ওপরে কোনওরকম চাপ দেওয়া হবে না বলেও জানান তিনি।
১০ মিনিটে খাবার ডেলিভারি করার কারণ হিসেবে দীপিন্দর গোয়েল জানাচ্ছেন, গ্রাহকদের কাছে সময় নেই। তাঁরা দেরি না করেই খাবার খেতে চান। তাছাড়াও তিনি মনে করেন জোম্যাটোর গড় ৩০ মিনিটে খাবার ডেলিভারির প্রক্রিয়াটি অত্যন্ত ধীর। তাই এটিকে পরিবর্তন না করলে অন্য কেউ তা করে ফেলবে। ফলে জোম্যাটো প্রতিযোগিতা থেকে বেরিয়ে যাবে।
সংস্থার সিইও দীপিন্দর গোয়েল আরও জানাচ্ছেন যে, ১০ মিনিটে খাবার ডেলিভারির অফারটি Zomato Insta-র সঙ্গে নিয়ে আসা হয়েছে। একটি ব্লগপোস্টে গোয়েল বলেন, বিশ্বে এখনও পর্যন্ত কোনও সংস্থা বৃহদক্ষেত্রে মাত্র ১০ মিনিটে গরম ও ফ্রেশ খাবার জেলিভারি করেনি।
আরও পড়ুন - ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, কলকাতায় কত হল?