কথায় বলে, 'কেউ মদ বেচে দুধ খায়। কেউ দুধ বেচে মদ খায়।' পশ্চিমবঙ্গে আপাতত দুটোই দামী। মদের দাম বাড়ল। দুধের দামও বাড়ল। মানে এখন একদিকে ‘দুধ চা’ খাওয়াও বিলাসিতা, অন্যদিকে ‘পেগ’ ঢালা মানেই পকেটে টান! একদিকে সকালে দুধ চা বানাতে গেলে পকেট হালকা, আর রাতে ‘চিয়ার্স’ করতে গেলেই বোতল হালকা!