পুজোর মরসুমে পাহাড়ে বেড়াতে যেতে চাইলে উত্তরবঙ্গ দারুণ বিকল্প। তাই দুর্গাপুজোয় উত্তরবঙ্গ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করল পূর্ব রেল। এ ব্যাপারে বিবৃতি দিয়ে বিস্তারিতভাবে রেল জানিয়েছে, অক্টোবর মাসের ৯ তারিখ , ১৬ তারিখ, ৩০ তারিখ (অর্থাৎ কালীপুজোর আগের দিন) এবং নভেম্বর মাসের ৬ তারিখ (অর্থাৎ ছট পুজোর আগের দিন) দার্জিলিং যাওয়ার জন্য হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন। উল্টোদিকে ১০, ১৭, ৩১ এবং নভেম্বর মাসের ৭ তারিখ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য একটি স্পেশাল ট্রেন চলবে। কখন কখন ছাড়বে এই ট্রেন ? কোন কোন স্টেশনে দাঁড়াবে ? জানুন বিস্তারিত