ফের ধাক্কা মধ্য়বিত্তের পকেটে। একাধিক ব্যাঙ্ক ঋণে সুদের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ফলে মাসিক কিস্তির পরিমাণও বাড়ছে। এক ধাক্কায় মহার্ঘ হচ্ছে ইএমআই। ফলে আরও একবার সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে গভর্ণর শক্তিকান্ত দাস রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করার পরই ব্যাঙ্কগুলি সুদের হার বাড়িয়ে দিয়েছে।