নতুন ফিচার চালু হয়ে গেলে, UPI ব্যবহার করেই যে কেউ PF-এর টাকা তুলতে পারবেন। Paytm, Google Pay বা PhonePe-পর মতো অ্যাপ ব্যবহার করে UPI-এর মাধ্যমে পিএফ থেকে টাকা শীঘ্রই তুলতে পারবেন গ্রাহকরা। টাকা সোজা অ্যাকাউন্টে চলে যাবে।