ফ্রিতে যদি ওয়াইফাই পাওয়া যায় তাহলে কেন পয়সা খরচ করতে যাবেন? টেলিকম অপারেটররা বিভিন্ন রকমের রিচার্জ প্ল্যান অফার করে। কোম্পানিগুলি ডেলি ডাটা প্ল্যান থেকে মান্থলি বা ইয়ারলি প্লান পর্যন্ত দেয়। কেউ কেউ আবার ইয়ারলির চেয়েও বেশি প্ল্যান দেয়। কিন্তু অনেক সময় এমন হয় প্ল্যান শেষ হয়ে যাওয়ার পর পরিস্থিতি এমন থাকে, যাতে সঙ্গে সঙ্গে রিচার্জ করা সম্ভব নয় বা আশপাশে তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তখন আমরা ফ্রি ওয়াইফাই যদি পাই তাহলে সোনায় সোহাগা। কিন্তু কীভাবে পাবেন এই ফ্রি ওয়াইফাই, আসুন জেনে নিই...