তথ্য বলছে ভারতের ঘরে ঘরে রয়েছে প্রায় ২৫ হাজার টন সোনা। সেখানে দেশের রিজার্ভ ব্যাঙ্কের হাতে রয়েছে ৮০০-টনের কাছাকাছি। অর্থাৎ ভারতের রিজার্ভ ব্যাঙ্কের থেকে বেশি সোনা রয়েছে দেশের পরিবারগুলিতে। এখানেই শেষ নয়, সারা পৃথিবীতে যত সোনা রয়েছে, তার প্রায় ১১ শতাংশই রয়েছে ভারতের ঘরে। এমনকী আমেরিকার সরকারের কাছে থাকা ৮২০০ টনের বেশি সোনা রয়েছে ভারতের ঘরে ঘরে বলে জানালেন দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এবং Manasi Research Foundation-এর চেয়ারম্যান মানসকুমার ঠাকুর। আর এই তথ্যই যে কোনও মানুষকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট।