কেউ অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রমে থাকলে, সেক্ষেত্রে SIR ফর্ম ফিলআপ করার কী নিয়ম? কে ফিলআপ করবে হোমের আবাসিকদের ফর্ম? অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, 'কেউ হোমে থাকলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম ফিলআপ বা স্বাক্ষর করতে পারবেন কিন্তু অবশ্যই BLO-কে গোটা বিষয়টি লিপিবদ্ধ করে রাখতে হবে।'