UPI ট্রানজেকশন করার সময় ইন্টারনেট স্লো অথবা না থাকার সময়ে সমস্যা তৈরি হয়। আপনি বিনা ইন্টারনেটেও UPI ট্রানজেকশন করতে পারবেন। এখন ক্যাশ ট্রানজেকশন এর বদলে অনলাইন পেমেন্ট বা UPI ট্রানজাকশন অনেক বেশি ব্যবহার হচ্ছে। কিন্তু নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে অনেক সময় পেমেন্ট হতে পারে না কিন্তু আবার দেখা যায় একাউন্ট থেকে টাকা কেটে গিয়েছে। সমস্যায় পড়ে যান খদ্দের এবং বিক্রেতা।এই পরিস্থিতিতে আপনি বিনা ইন্টারনেট UPI ট্রানজেকশন করে পেমেন্ট প্রসেস পুরো করতে পারেন। কীভাবে করবেন আসুন জানিয়ে দিই।