আসন্ন পঞ্চায়েত ভোটের আগে প্রকাশিত হয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার কমেছে রাজ্যের ভোটার সংখ্যা। সূত্রের খবর,খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে মৃতদের নাম। তাছাড়া, তথ্যে অসঙ্গতির কারণেও কিছু নাম বাদ পড়েছে। খসড়া ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়েছে। খসড়া ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়েনি তো? কীভাবে জানবেন খসড়া তালিকায় আপনার নাম আছে কি-না? যদি নাম বাদ পড়ে সে ক্ষেত্রে কী করতে হবে? ঘরে বসে মোবাইল থেকেই জেনে নিন এ সব প্রশ্নের উত্তর।