বাংলায় শুরু হচ্ছে এসআইআর। ভোটার তালিকায় সংশোধন নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সত্যিই কি নাম কাটা যাবে, আধার কি দরকারি, এমন অজস্র কৌতূহল। সেই সব প্রশ্নের জবাব দেওয়া হল এই ভিডিওয়।