Advertisement

ভাইরাল

PHOTOS : বাঁশির সুরে করোনা সচেতনতার বার্তা দিচ্ছে স্কুল পড়ুয়া

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • গোকুলপুর,
  • 13 Aug 2021,
  • Updated 6:00 PM IST
Covid A student starts Corona awareness campaign riding on biclcle playing flute abk one
  • 1/15

সাইকেল চালিয়ে বাঁশির সুরে করোনা রোধে সচেতনতার প্রচার স্কুল ছাত্রের।

  • 2/15

সাইকলে বাগিয়ে পৌঁছে যাচ্ছে এ পাড়া থেকে ও পাড়া। আর জনে জনে প্রচার চালাচ্ছে সে।

  • 3/15

তার এই কাজের প্রশংসা করেছেন সকলে।

  • 4/15

বাঁশির সুরে সাইকেল চালিয়ে করোনা প্রতিরোধে প্রচার স্কুল ছাত্রের।

  • 5/15

আমরা করোনায় হারিয়েছি বহু পরিজনদের।

  • 6/15

সারা বিশ্ব আজ লড়াই চালিয়ে যাচ্ছে করোনার বিরুদ্ধে।

  • 7/15

এক স্কুল ছাত্রের অভিনব প্রচার ধরা পড়ল আজতক বাংলা-র ক্যামেরায়।

  • 8/15

দীর্ঘ পথ হাত ছেড়ে সাইকেল চালিয়ে বাঁশির সুরে প্রচার করছে করোনা প্রতিরোধে।

  • 9/15

সাইকেলে হাত না দিয়েও দিব্যি চালিয়ে নিয়ে যাচ্ছে সাইকেল।

  • 10/15

মাস্ক পড়ুন, সুস্থ থাকুন। বলছে ওই স্কুলছাত্র। তার বুকে সাঁটা পোস্টারেও লেখা সেই বার্তা।

  • 11/15

দীর্ঘ পথ সাইকেল চালিয়ে এবং বিভিন্ন বাজার ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাঁশির সুরে প্রচার করছে করোনা প্রতিরোধে সকলে যাতে নিয়ম মেনে চলেন।

  • 12/15

সকলে যাতে মাস্ক পরেন। পাশাপাশি করোনা স্বাস্থ্য বিধি মেনে চলেন।

  • 13/15

এই ছাত্রর নাম দেবজিৎ দাস একাদশ শ্রেণির ছাত্র। জায়গাটার নাম গোকুলপুর নদিয়া এবং উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকায়। সে পড়াশোনা করে গোকুলপুর শিক্ষায়তন বিদ্যালয়ে।

  • 14/15

দেশে করোনা টিকারকরণ শুরু হয়েছে। আর এখন নয়া সমস্যা টিকার ঘাটতি। প্রয়োজনের তুলনায় উৎপাদন কম। আর তার প্রভাব পড়ছে সরবরাহে। বিভিন্ন রাজ্যে অভিযোগ উঠছে, তারা পর্যাপ্ত টিকা পাচ্ছে না। এর মাঝে সরকার পরিকল্পনা করছে, দুটি ভিন্ন রকমের টিকা দেওয়ার।

  • 15/15

ইংল্যান্ডের গবেষণা উঠে এসেছে নয়া তথ্য। ইংল্যান্ডে চলা রিয়েল টাইম অ্যাসেসমেন্ট অ্যান্ড কমিউনিটি ট্রান্সমিশন স্টাডির ফল প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনা সংক্রমণ ০.১৫ শতাংশ থেকে চার গুণ বেড়ে ০.৬৩ শতাংশ হয়ে গিয়েছে। তবে এটাও দেখা গিয়েছে, ১২ জুলাইয়ের পর থেকে সংক্রমণের হার কমেছে। লন্ডনের ইম্পিরিয়াল কলেজ এবং ইস্পোস এমওআরআই-এর গবেষণা ২৪ জুন থেকে ১২ জুলাইয়ের মধ্যে করা হয়েছিল। সেখানে ৯৮ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন। সেখানে কী উঠে এল? ওই গবেষণায় বলা হচ্ছে, কোভিড টিকার দুই ডোজ নিয়েছেন, এমন ক্ষেত্রে করোনায় সংক্রমণ হওয়ার আশঙ্কা অনেক কমে যায়।

Advertisement
Advertisement