Advertisement

ভাইরাল

10 Amazing Facts About Honey Bees: ১ কেজি মধু জোগাড়ে ১১০০ মৌমাছিকে ৯০ হাজার মাইল ঘুরতে হয়, ১০ অবাক করা তথ্য

Aajtak Bangla
  • 09 Aug 2023,
  • Updated 3:21 PM IST
  • 1/10

10 Amazing Facts About Honey Bees: এ কথা আমাদের প্রায় সকলেরই জানা যে, মধু একটি উচ্চ ওষধিগুণ সম্পন্ন ভেষজ তরল। এতে রয়েছে নানা রোগ প্রতিরোধ ও নিরাময়ের ক্ষমতা।

  • 2/10

কিন্তু জানেন কি ১ কেজি মধু সংগ্রহের জন্য ‘কতটা কাঠখড় পোড়াতে হয়’ মৌমাছিদের? ১ কেজি মধুর জন্য কত ফুলে ঢুঁ মারতে হয় মৌমাছিদের? এর জন্য ঠিক ‘কতটা পথ পেরলে’ তবে ১ কেজি মধু সংগ্রহ হয়? জেনে নিন এমন ১০ মজার তথ্য...

  • 3/10

পতঙ্গবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে, ১ কেজি মধু সংগ্রহ করতে ১১০০ মৌমাছির প্রায় ৯০,০০০ মাইল পথ ঘুরতে হয়, যা চাদের কক্ষপথের দৈর্ঘ্যের প্রায় তিনগুণ!

  • 4/10

ফুলের দিক থেকে হিসাব করলে দেখা যায় ১ কেজি মধু জমা করতে প্রায় ৪০,০০,০০০ ফুলের পরাগরেণু সংগ্রহ করতে হয় কর্মী মৌমাছিদের। অর্থাৎ, ৫০০ গ্রাম মধুর জন্য ২০ লক্ষ ফুলের পরাগরেণু লাগে।

  • 5/10

সবকিছু ঠিক থাকলে একটা গোটা মরসুমে প্রায় ৫৫ কেজি মধু জমা করে কর্মী বা শ্রমিক মৌমাছিরা। একটি শ্রমিক বা কর্মী মৌমাছি তার সারা জীবনে মাত্র অর্ধেক চা চামচ মধু তৈরি করতে পারে।

  • 6/10

একটি মৌচাকে একটি মাত্র রাণী মৌমাছি থাকে। তবে ওই চাকে আরও একাধিক স্ত্রী মৌমাছিকে ‘গোপনে’ লালন করে শ্রমিক বা কর্মী মৌমাছিরা। যদি কোনও কারণে রাণী মৌমাছির মৃত্যু হয়, সে ক্ষেত্রে মৌচাকের পরবর্তী কর্তৃ সুনিশ্চিত করতেই এই ব্যবস্থা।

  • 7/10

রাণী মৌমাছি ছাড়াও চাকের আরও একাধিক স্ত্রী মৌমাছিকে লালন করে শ্রমিক বা কর্মী মৌমাছিরা। কিন্তু কেন এ ক্ষেত্রে বিশেষ গোপনীয়তা রক্ষা করে চলে শ্রমিক মৌমাছিরা?

  • 8/10

একটি রাণী মৌমাছিকে কেন্দ্র করেই গড়ে ওঠে মৌচাক। যদি কোনও ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয়, তাহলে সেটিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে। কারণ, রাণী মৌমাছির নজরে পড়লে ওই শিশু স্ত্রী মৌমাছির মৃত্যু নিশ্চিত!

  • 9/10

পরে শিশু স্ত্রী মৌমাছিটি বড় হলে তাকে লড়াই করে ওই মৌচাকের কর্তৃত্ব অর্জন করতে হয়। নয়তো আলাদা হয়ে পৃথক মৌচাক গড়ে তোলে ওই স্ত্রী মৌমাছিটি।

  • 10/10

রাণী মৌমাছি পর্যায়ক্রমে প্রতিদিন ১৮-২০টা পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হতে পারে! একে বলা হয় “দ্য মিটিং ফ্লাইট”। যৌন মিলনের পরেই পুরুষ মৌমাছি মারা যায়। এই জন্যই মৌমাছির মিলনকে “দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড” বলা হয়।

Advertisement
Advertisement