সমুদ্রে এখনও এমন অনেক জীব রয়েছে যেগুলির বিষয়ে স্পষ্ট ধারণা নেই বৈজ্ঞানিকদের কাছে। তেমনই এক বিচিত্র জীবকে দেখা গেল মিশরের সমুদ্রে। সেখানে চোখ, কান, মুখহীন টিউবের মতো একটি প্রাণীকে দেখে হতবাক হয়ে যান ডুবুরিরা।
জীবটিকে কল্পবিজ্ঞানের একটি রাক্ষসের সঙ্গে তুলনা করা হয়েছে। কেউ কেউ আবার ওই প্রাণীটিকে এলিয়েন বলেও দাবি করেছেন। মিশরে এই জীবটিকে যাঁরা দেখেছেন তাঁদের মধ্যে একজন হলেন জার্মানির লুকাস অস্টারট্যাগ। (ছবি সূত্র - লুকাস অস্টারট্যাগ)
লুকাস অস্টারট্যাগ জানাচ্ছেন, 'এটি দেখতে লম্বা রবার পাইপের মতো ছিল। এটি এমন কিছু ছিল যা আমি আগে দেখিনি।'
তিনি আরও বলছেন, "এটি নিশ্চিতভাবে খুবই অদ্ভুত ছিল। যেন মনে হচ্ছিল সেটি নিজের থেকেই এগোচ্ছে। কেউ বুঝতে পারছিল না সেটি কী ছিল। আমার অনুমান করছি, সেটি কোনও ধরনের পলিপ বা অন্য কোনও সামদ্রিক প্রাণী।"
অস্টারট্যাগ জানাচ্ছেন, "এটি আমার দেখা কোনও কিছুর সঙ্গে মেলে না। কারও কারও অনুমান সেটি একটি কীট, কেউ আবার বলছেন সেটি কোনও প্রজাতির গাছ। কেউ আবার বলছেন সেটি জেলিফিসও হত পারে।"
এর উত্তর পেতে সামুদ্রিক প্রাণীদের সনাক্ত করে এমন একটি অনলাইন গ্রুপের সঙ্গে নিজের ছবিগুলি শেয়ার করেন লুকাস। তাতে এক ইউজার লেখে, এটি একটি ধাঁধা। আমি এটিকে সিফোনোফোর, নরম কোরাল, পাইরোসোম, সম্ভবত নেমারটিয়ান বা জেলিফিশ আর্ম হিসাবে বর্ণনা করতে পারি। কিন্তু আমি বিভ্রান্ত! "
এরপর আরও একটি ফুটেজ প্রকাশ্যে আসার পর প্রশ্নের উত্তর পান লুকাস। জানা যায় এটি একটি নির্দিষ্ট প্রজাতির থাইসানোস্টোমা লরিফেরাম, যা জেলিফিশ পরিবারের অংশ।
তিনি জানাচ্ছেন, "শেষে আমরা জানতে পার এটি জেলিফিশের হাত। হয়ত সামুদ্রিক কচ্ছপ জেলিফিশটিকে খেয়ে ফেলার পর এই অংশটি বেঁচে গিয়েছিল।"